নাম ছিল তাঁর 'গওহরজান'। এককালে তাঁর ঠুমরি, দাদরা, গজলে মেতে ছিল এককালের বাবুসমাজ। তাঁর প্রতিভার প্রতিস্পর্ধায় কেঁপে গিয়েছিল পুরুষতন্ত্র। একসময় কলের গান বলতে তাঁর নামই মুখ মুখে ঘুরত সবার। তবে আজকাল রিমিক্সের যুগে তাঁকে প্রায় ভুলতেই বসেছিল বর্তমান ভারত। তবে ২০২১ সালে দেশের এককালের সেই উজ্জ্বল নক্ষত্রের জীবনকেই তুলে ধরতে তৎপর হন অর্পিতা চট্টোপাধ্যায় ও তাঁর টিম। কোভিড যখন শেষের পথে তখনই মঞ্চে হাজির হয়েছিল ‘মাই নেম ইজ জান: অ্য়া ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা। পরিচালনায় অবন্তী চক্রবর্তী।
শুধু দেশ নয়, বিদেশেও সমাদৃত হয়েছে এই নাটক। তবে যাঁর হাতের ছোঁয়ায় অর্পিতা নিজেকে গওহরজান হিসাবে মেলে ধরেছিলেন, তিনি আর কেউ নন, খ্যাতনামা মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার। অর্পিতাকে গওহরের মতো করে সাজানো কিন্তু খুব একটা সহজ ছিল না। কিন্তু কীভাবে এই কাজটা সেরেছিলেন খ্যাতনামা এই মেকআপ শিল্পী?
এবিষয়ে সম্প্রতি টিভি-৯ বাংলাকে অনিরুদ্ধ চাকলাদার বলেন, ‘প্রথমেই গওহর জানের কিছু ছবি দেখেছিলাম। যদিও অর্পিতার মুখের সঙ্গে ওঁর মুখের বিশেষ মিল নেই। তবে ওঁর আভিজাত্যের কথা মাথায় রাখতে হয়েছিল। গওহরের একটা আইকনিক বৈশিষ্ট হল ওঁর জোড়া ভ্রু। সেটা গোটা নাটক জুড়েই রাখা হয়েছে। আর বাকিটা অবন্তী আর অর্পিতা সিদ্ধান্ত।’
আরও পড়ুন-‘আমি এখন সিঙ্গল…’, ব্রেকআপের কথা অর্জুন সকলের সামনে বলে দিতেই মুখ খুললেন মালাইকা
আরও পড়ুন-কত টাকায় বিক্রি হচ্ছে 'সিংঘম এগেইন' ও ‘ভুল ভুলাইয়া- থ্রি’র টিকিট? কার দাম বেশি?
অনিরুদ্ধ চাকলাদারের কথায়, গওহরজানের সময় মেকআপের সরঞ্জামই তেমন ছিল না। চোখটা কাজল দিয়ে আঁকা হত, আর একটু রুজ লাগানো হত। লিপস্টিক ছিল না বললেই চলে। তবে উনি খয়ের মিশিয়ে পান খেতেন। ঠোঁটের রঙটা তাই তেমনই আসে। আর তাই অর্পিতার লুক ডিজাইন করার সময় এগুলো মাথায় রেখেই করা হয়েছিল বলে জানিয়েছেন মেকআপ শিল্পী।
সাধারণত সিনেমার থেকে থিয়েটারের মেকআপ অনেক চড়া হয়। যদিও এক্ষেত্রে অনিরুদ্ধ চাকলাদারের কথায়, তিনি অর্পিতার জন্য সেঅর্থে কোনও মেকআপ ব্যবহার করেননি। রুজের কথা মাথায় রেখে ব্লাশ অন, আর চোখটা একটু স্ট্রং করেছেন। তবে অর্পিতা চট্টোপাধ্যায়ের ত্বক এতটাই ভালো যে ফাউন্ডেশনের প্রয়োজনই হয়নি। তবে নাটকে বেশকিছু কাঁদার দৃশ্য ছিল, সেবিষয়গুলি তাই মাথায় রাখতেই হয়েছিল তাঁকে। আবার মেকআপ শিল্পী জানাচ্ছেন, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ব্যাকস্টেজে অর্পিতাকে পোশাক বদলাতে হয়েছিল। তবে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনেত্রী হিসাবে সবকিছুতেই ভীষণ মনোযোগী বলেই জানিয়েছেন অনিরুদ্ধ চাকলাদার। কাজের সূত্রেই অনিরুদ্ধ চাকলাদারের সঙ্গে অর্পিতা চট্টোপাধ্যায়ের বন্ধুত্বও বহু পুরনো। আর তাই কাজের প্রতি অর্পিতার প্য়াশানের কথা বেশ ভালো করেই জানেন মেকআপ শিল্পী। প্রসঙ্গত, ‘মাই নেম ইজ জান'-এ অনিরুদ্ধ চাকলাদার যেমন অর্পিতা চট্টোপাধ্যায়ের মেকআপের দায়িত্ব সামলেছেন, ঠিক তেমনই তাঁর পোশাকের দায়িত্বে ছিলেন পৌলমী গুপ্ত।