অনেকের দাবি বর্তমানে অনিরুদ্ধ রবিচন্দ্র ভারতের সর্বোচ্চ আয়কারী সঙ্গীতশিল্পী। জানা গিয়েছে অ্যালবাম প্রতি তিনি নাকি ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা আয় করেন! রজনীকান্ত, বিজয়, কমল হাসান-সহ বহু খ্যাতনামা অভিনেতা অভিনীত একাধিক তামিল ছবিতে অনিরুদ্ধ কাজ করেছেন। তাঁর সুরের যাদুতে আজ মুগ্ধ গোটা দেশ। এ আর রহমানকে যে দেশের সর্বকালের অন্যতম সেরা একজন সুরকার তা তো বলাই বাহুল্য। কিন্তু অনেকের মতে অনিরুদ্ধ নাকি এ আর রহমানকেও ছাড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন: ওয়েলকামে ‘মজনু’র সেই ঘোড়া-গাধা নিয়ে নস্টালজিক অনিল! জানেন ভাইরাল এই ছবি আসলে কাদের আঁকা
তবে কেবল দক্ষিণী ছবি নয়, অনিরুদ্ধ বলিউডেরও ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তাও আবার শাহরুখ খানের সঙ্গে। বাদশার ‘জওয়ান’ -এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। নিউজ 18- এর প্রতিবেদন অনুসারে এই ছবির জন্যই নাকি ১০ কোটি টাকা চার্জ করেছিলেন অনিরুদ্ধ। যেখানে এ আর রহমান সাধারণত ভারতীয় মুদ্রায় ৭-৮ কোটি টাকা নিয়ে থাকেন।
আরও পড়ুন: ডিভোর্সের পর থেকে মেয়ের মুখ দেখেননি! প্রাক্তন সানজিদাকেই দায়ী করলেন আমির?
যদিও অনিরুদ্ধ পরে 'লিও' এবং 'জেলার'- এর মতো ছবিতে কাজের জন্য পারিশ্রমিক হিসেবে ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকা নিয়েছিলেন। অনিরুদ্ধের জুনিয়র এনটিআর অভিনীত 'দেবরা' ছবিতেও গান করেছেন। আর তাঁর করা গানগুলির বেশির ভাগই বর্তমানে বেশ সুপারহিট।
আরও পড়ুন: আমির পুত্রের ছবি ‘লাভিয়াপা’ স্ক্রিনিংয়ে তিন খানে রিইউনিয়ন! উচ্ছ্বসিত ভক্তরা
প্রীতম, বিশাল- শেখর, এমএম কিরাবানী এবং যুবান শঙ্কর রাজার মতো অন্যান্য বিখ্যাত সুরকারা ৫ কোটি টাকার নীচে চার্জ করেন। অনিরুদ্ধের উপার্জন ভারতীয় সঙ্গীত জগতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। গায়করাও সাধারণত অনেক কম ফি নেয়, প্রতি গানের জন্য ১৫-২০ লাখ টাকা।
আরও পড়ুন: 'কাউকে কয়েকবার ক্ষমা করা যায়, কিন্তু…', ভাইপো আরহানের পডকাস্টে ক্ষমা প্রসঙ্গে সলমন
কাজের সূত্রে, ‘দেবরা’ শ্রীকান্ত ওদেলা পরিচালিত ও নানি অভিনীত 'দ্য প্যারাডাইস'- এর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত অনিরুদ্ধ। শ্রীকান্ত ওদেলা এর আগে 'দেবরা'- এর জন্য ETimesকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি অনিরুদ্ধের গান নিয়ে প্রচুর প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘অনিরুদ্ধ রবিচন্দরের ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাকশন দৃশ্যে তীব্রতা যোগ করেছে। না হলে এই মুহুর্তগুলো এতটা জমত না। যদিও ভিজ্যুয়াল এফেক্ট এবং CGI ভালো ভাবে করা হয়েছে। তাছাড়া ক্লিফহ্যাঞ্জারও রয়েছে।'