
অনিতার পেট ফেটে বেরিয়ে এল আরভ! অভিনব ভঙ্গিতে ছেলের প্রথম ছবি শেয়ার অভিনেত্রীর
১ মিনিটে পড়ুন . Updated: 22 Feb 2021, 04:36 PM IST- পুত্র সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অনিতা এবং রোহিত।
গত ৯ ই ফেব্রুয়ারি ছেলের মা হয়েছেন অনিতা হাসনন্দানি (Anita Hasnandani)। আর এবার পুত্রসন্তানের নাম এবং ছবি প্রকাশ্যে আনলেন এই টেলিভিশন অভিনেত্রী এবং তাঁর স্বামী রোহিত রেড্ডি তাঁদের পুত্রসন্তানের প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন। তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন আরভ (Arav)। খুদের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
অনিতা এবং রোহিত ইনস্টাগ্রামে সম্প্রতি তাঁদের ছোট্ট পরিবারের একটি মজাদার ভিডিয়ো শেয়ার করে ছেলের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন। ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে অনিতার বেবি বাম্পের ওপর একটা বড় কালো বম্ব আঁকা। সেখানেই আগুন ধরাতে দেখা গেল রোহিতকে, যখনই বম্বটা ফাটল সঙ্গে সঙ্গে তাঁদের কোলে উপহার হিসেবে আসল মিষ্টি পুত্র সন্তান। সকলের মুখে তখন কালি-ঝুলি লেগে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অনিতা লেখেন, ‘এবং আমাদের খুদে অরাভ এসে পৌঁছালো’। দম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীদের পোস্টের কমেন্টে শুভেচ্ছা এবং ভালাবাসা জানাতে দেখা যায়।
অনিতা যে ছেলের নাম রেখেছেন আরভ, সেটা দুদিন আগেই ভুল করে ফাঁস করে দেন কমিডিয়ান ভারতী সিং। অনিতা এবং রোহিত আনুষ্ঠানিক ভাবে নাম জানানোর আগেই ভারতী তাঁদের নবজাতকের জন্য একটি গিফ্ট হ্যাম্পার পাঠিয়ে তাতে একটি কার্ডে অরাভের নাম উল্লেখ করেন। এরপরই অনিতা-রোহিত পুত্রের নাম সকলে জেনে যান।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অনিতা লেখেন, ‘এবং আমাদের খুদে অরাভ এসে পৌঁছালো’। দম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীদের পোস্টের কমেন্টে শুভেচ্ছা এবং ভালাবাসা জানাতে দেখা যায়।
অনিতা যে ছেলের নাম রেখেছেন আরভ, সেটা দুদিন আগেই ভুল করে ফাঁস করে দেন কমিডিয়ান ভারতী সিং। অনিতা এবং রোহিত আনুষ্ঠানিক ভাবে নাম জানানোর আগেই ভারতী তাঁদের নবজাতকের জন্য একটি গিফ্ট হ্যাম্পার পাঠিয়ে তাতে একটি কার্ডে অরাভের নাম উল্লেখ করেন। এরপরই অনিতা-রোহিত পুত্রের নাম সকলে জেনে যান।
|#+|