বলিউডে খুশির বন্যা। দ্বিতীয় সন্তান আগমণের খবর জানিয়েছেন দেবিনা-গুরমিত। অন্যদিকে, বিপাশা বসু এবং করণ জোহরের জীবনে নতুন অধ্যায়ের শুরু। নেটমাধ্যমে ছবি শেয়ার করে এই দুই জুটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুখবর।
এসবের মধ্যেই স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি। অন্তঃসত্ত্বাকালীন অবস্থার পুরনো ছবি আবারও ভাগ করে নিলেন তিনি। অনিতা লেখেন, ‘না আমি ফের মা হচ্ছি না’। স্বামী রোহিত রেড্ডির সঙ্গে অনিতার এই ছবিতে মুগ্ধ নেটপাড়া। ইন্ডাস্ট্রির অনেকেই নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন অনিতার পোস্টে।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানন্দানি। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন তিনি। অনিতার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান আরভ। এরপরই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন নায়িকা। পেশাদার অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে খানিক চমকে উঠেছিলেন অনুরাগীরা।
আরও পড়ুন: ৮০০০মিটারের বেশি উচ্চতায় প্রথম কোন পর্বত শৃঙ্গ মানুষ জয় করেছে? কোটি টাকার প্রশ্ন
অনিতা জানিয়েছিলেন, অতিমারীর কারণে এই সিদ্ধান্ত নেননি তিনি। অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগেই ভেবেছিলেন সন্তান হওয়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। কারণ মা হিসেবে এখন তাঁর দায়িত্ব অনেক বেশি। বাড়িতে থেকে সন্তানকে সময় দিতে চান তিনি। অনিতার কথায়, ‘সত্যি বলতে, কাজের কথা এখন সবার পরে মাথায় আসে’।
আরও পড়ুন: বৌমা পদ্মশ্রী পাওয়ার পর অমিতাভ-জয়ার কী প্রতিক্রিয়া ছিল? ফাঁস ঐশ্বর্যর
অভিনেত্রী জানিয়েছিলেন, আগে থেকে করা বেশ কিছু চুক্তির কারণে বেশ কিছু কাজ করছেন তিনি। সেগুলি সব বাড়ি থেকেই করছেন। তবে টেলিভিশনের কাজে ফিরলে অনেকটা সময় তাঁকে দিতে হবে, যেটার জন্য এখন তিনি প্রস্তুত নন। তাই কখনও আবার কাজে ফিরলে অবশ্যই জানাবেন সবাইকে। আপাতত ছেলেকে নিয়েই দিন কাটছে অনিতার।
আরও পড়ুন: 'বলিউডের সব খান, বিশেষ করে আমির খান কিংবদন্তি', বয়কট ট্রেন্ডে মুখ খুললেন একতা
‘নাগিন’, ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’-র মতো জনপ্রিয় টেলি ধারাবাহিকে কাজ করেছেন অনিতা। বেশ কিছু হিন্দি ধারাবহিকেও কাজ করেছেন তিনি। অংশগ্রহণ করেছেন রিয়ালিটি শো-তে।
সন্তান জন্মের চার মাসের মাথায় গুরমিত-দেবিনার ফের বাবা-মা হওয়ার কথা ঘোষণা করেন। অন্যদিকে, প্রথমবার অন্তঃসত্ত্বা বিপাশা বসু। পরিবারে নতুন অতিথি স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন এই দুই জুটি।