ছেলে আরভের সহযোগে খোশ মেজাজে ওয়ার্ক আউট সারছেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি। অনুরাগীদের জন্য সামাজিক মাধ্যমে ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিয়োতে প্রথমে অনিতাকে একা একা ওয়ার্ক আউট করতে দেখা যায়। এরপর ছেলে আরভকে চাকা গাড়িতে করে ঠেলে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে জগিং সারতে দেখা গেছে তাঁকে।
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, ‘যতক্ষণ তুমি সতেজ এবং খুশি থাকছো তার থেকে ভালো ওয়ার্ক আউট করার কোনো উপায় নেই!!! তোমাকে অন্য কোথাও থেকে শুরু করতে হবে.... সেটা অন্য কোনো খুশিও হতে পারে’।
মা-ছেলের ওয়ার্ক আউট সেশনের এই ভিডিয়ো দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনিতা অনুরাগীরা তাঁদের দুজনকে ভালবাসা এবং আশীর্বাদ করেছেন। প্রায়শই ছেলের সঙ্গে খুনসুটিতে ভরপুর ছবি এবং ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। মা হিসেবে প্রতিটা মুহূর্তকে উপভোগ করছেন টেলি অভিনেত্রী অনিতা হাসনন্দানি।
গত ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন টেলিভিশন অভিনেত্রী। অনিতা-রোহিতের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। ছেলের নাম রেখেছেন আরভ। আপাতত খুদে আরভকে নিয়েই দিন কাটছে অনিতার। ছেলে আরভের আলাদা একটি ইনস্টাগ্রাম পেজ খুলেছেন অনিতা এবং রোহিত। সেখানেও তুলে ধরছেন খুদে আরভের নিত্যদিনের নানা ছবি।