ভক্তদের জন্য একটি অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেছেন অনিতা হাসনন্দানি। বুধবার, ৯ নভেম্বর অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন। তাঁর সন্তান আরভের জন্মের পর তিনি বেশ কয়েক কিলো ওজন কমিয়েছেন। এবং তারপরই তিনি তাঁর পরিবর্তনের ছবি প্রকাশ্যে আনলেন। তিনি জানিয়েছেন, 'লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে।' একই সঙ্গে তিনি জানান এখনও তাঁকে অনেকটা পথ অতিক্রম করতে হবে তাও কোনও ডায়েট না করেই। 'আমি সব খাই' বলেই জানান অভিনেত্রী।
অনিতা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে তাঁর পুরনো চেহারা এবং বর্তমান লুক দুই ধরা পড়েছে। তিনি শরীর চর্চা শুরু করার আগে কেমন ছিলেন, আর এখন কেমন আছেন তা এই ভিডিও থেকে স্পষ্ট। তিনি ক্যামেরার সামনে তাঁর ভুঁড়ি দেখাতে মোটেও কুণ্ঠাবোধ করেননি।
অনেকেই অনিতার এই পোস্টে কমেন্ট করেছেন। এর মধ্যে রাজীব পল কমেন্টে লেখেন, 'দারুন ইমপ্রেসিভ!' একই সঙ্গে তিনি লেখেন আপনি অনেককে অনুপ্রেরণা জোগাচ্ছেন বিশেষ করে যাঁরা সদ্য মা হয়েছেন। তিনি অনিতার পুত্রকে শুভেচ্ছা জানাতে ভোলেন না এই পোস্টে। মাহি ভিজ কমেন্ট করেন, 'আমার স্টানার!' অঙ্কিতা লোখান্ডে কমেন্ট করেন, 'দারুন।'
অনিতা রোহিত রেড্ডিকে বিয়ে করেছেন। মা হওয়ার বিষয়ে অনিতা একবার বলেছিলেন, 'আমি মা হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, আমার কাজ ছেড়ে পুরো সময় সন্তানকে দেব। আমি জানি না মা হওয়ার পর কবে কাজে ফিরব।'
অনিতা হাসনন্দানিকে একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে, এর মধ্যে আছে নাগিন, ইয়ে হ্যায় মহব্বতে, ইত্যাদি। তিনি একাধিক ছবিও করেছেন যেমন কৃষ্ণা কটেজ, রাগিণী এমএমএস ২, ইত্যাদি।