নেটমাধ্যমে ‘কাঁচা বাদাম’ গানের ভিডিয়োর সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচ করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি আরোরা। এরপর কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ শো থেকে তাঁর জনপ্রিয়তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি আশা ভোঁসলের গানে ঠোঁট মিলিয়ে দেদার নাচলেন অঞ্জলি। সেই গানের ভিডিয়ো দেখেই তুমুল কটাক্ষ ভেসে আসছে শুরু করে তাঁর দিকে।
অঞ্জলির এই নতুন ভিডিয়ো দেখে নিন্দুকেরা তাঁর নাচ থেকে পোশাক নিয়ে চর্চা শুরু করে। অঞ্জলির পোশাক নাকি ঠিক ছিল না বলে দাবি তাঁদের। ডিপ গলার পোশাক এবং তাঁর উন্মুক্ত বক্ষ বিভাজিকা নিয়ে নিন্দুকেরা চর্চা শুরু করে। এর পালটা জবাব দিতে ভোলেননি অঞ্জলি। তাঁর সাফ কথা, ‘এটা আমার শরীর। আমি কেমন পোশাক পরব, তা আমিই ঠিক করব।’ আরও পড়ুন: ‘তোমার চিৎকার মিস করছি, সবটা খুব শান্ত’, ঋষি কাপুরকে স্মরণ করে পোস্ট নীতুর
‘রস’ ছবির বিখ্যাত গান ‘সাজনা হ্যায় মুঝে, সাজনা কে লিয়ে’তে অশ্লীল পোশাক পরার অভিযোগ ওঠে অঞ্জলির বিরুদ্ধে। গানে আসল কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। আরও পড়ুন: বক্স অফিসে কামাল, চমকে দেওয়ার মতো ব্যবসা করেছে ‘বিক্রম বেদা’
তবে এসবে কানে নিতে নারাজ অঞ্জলি। তাঁর সাফ কথা, ‘লোকে শাড়ি পরলেও কথা শোনায়। ক্রপ টপ পরলে পেট দেখা যায়। শাড়ি পরলেও তো একই ব্যাপার। সবটাই অশ্লীল? আসলে লোকে ওৎ পেতে থাকে। ট্রোল করার জায়গা খোঁজে।’ তিনি আরও বলেন, এই দুনিয়ায় সবাইকে খুশি করে চলা মুশকিল। যেমন মানুষের থেকে ভালোবাসা পাওয়া যায়, তেমনি নিন্দা, ঘৃণাকেও সমানভাবে মেনে নেওয়া উচিত। এই সোশ্যাল মিডিয়া তারকা নিজের ছন্দেই চলতে ভালোবাসেন।