বাংলা নিউজ > বায়োস্কোপ > Anjan Dutt-Nachiketa: রঞ্জনার সঙ্গে যেখানে নীলাঞ্জনার 'আলাপ', একমঞ্চে অঞ্জন-নচিকেতা

Anjan Dutt-Nachiketa: রঞ্জনার সঙ্গে যেখানে নীলাঞ্জনার 'আলাপ', একমঞ্চে অঞ্জন-নচিকেতা

একমঞ্চে অঞ্জন-নচিকেতা

Anjan Dutt-Nachiketa: বাংলা গানের জগতের দুই দিকপাল যদি একমঞ্চে ওঠেন ব্যাপারটা জমজমাট হবে যে সেটা বলাই বাহুল্য। কিন্তু সেই দুজন যদি অঞ্জন দত্ত এবং নচিকেতা হন? ত্রিমূর্তি কনসার্টে ওঁরা একসঙ্গে গান গেয়ে তৈরি করলেন এক অনন্য মুহূর্তের।

'পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেব বলেছে পাড়ার দাদারা...' ভার্সেস 'লাল ফিতে সাদা মোজা সু স্কুল ইউনিফর্ম...' শনি রবিবারের বিকেলে আমাদের বাড়িতে কাক চিল বসা দায় হতো দুই বোনের খণ্ডযুদ্ধে। একজনের পছন্দ রঞ্জনা, একজনের নীলাঞ্জনা। কোন গান চলবে সেই নিয়ে যুদ্ধ চলতো। তবে এই এত বছরের যুদ্ধের ইতি যাঁদের নিয়ে গান নিয়ে যুদ্ধ চলতো তাঁরাই থামালেন। এক মঞ্চে এক গানে গলা মেলালেন অঞ্জন দত্ত নচিকেতা।

গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ত্রিমূর্তি চ্যাপ্টার ১। এই কনসার্টে একসঙ্গে গান গাইলেন অঞ্জন এবং নচিকেতা। দুজনকে মঞ্চ দাপিয়ে বেড়াতে দেখা গেল বরাবরের মতো। বাংলা গানের জগতের দুই স্টলওয়ার্ট বলে কথা। যাঁদের শো সকলে আলাদা আলাদা দেখেছে, শুনেছে তাঁরা একসঙ্গে সেটার একটা আলাদা মাধুর্য, সৌন্দর্য থাকবে। গোটা হলের সমস্ত দর্শকদের ফোনের টর্চ তখন জ্বলছে, আর ওঁরা স্টেজে গাইছেন 'নীলাঞ্জনা।'

আরও পড়ুন: ‘আমার নাকি ক্যানসার হয়েছে..’, সঙ্গীত জীবনের ৩০ বছর,ভুয়ো খবরে বিরক্ত নচিকেতা

আরও পড়ুন: 'অনেকেরই পছন্দ হবে না', মৃণাল সেনকে নিয়ে সিনেমা প্রসঙ্গে কেন এই কথা বললেন অঞ্জন দত্ত

একজনের রঞ্জনা, আরেকজনের নীলাঞ্জনা দুজনেই যেন এই মঞ্চে, এই শোতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। শো যে হিট ছিল বলার অপেক্ষা রাখে না। গায়ক অভিষেক চক্রবর্তী পোস্টটা করার পর থেকে সকলেই ভালোবাসায় ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স।

এক ব্যক্তি লেখেন, ‘গতকাল এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী থাকলাম। আপনাকেও ধন্যবাদ, আমি এই প্রোগ্রামটার ব্যাপারে প্রথম জানতে পারি আপনার একটা পোস্ট দেখে।’ আরেকজন লেখেন, 'সত্যি এই মুহূর্তটা আলাদাই ছিল'। কারও মতে আবার, ‘ছোট থেকে বাংলা গানের প্রতি আমার যে নিঃস্বার্থ ভালবাসা আজ তা পূর্ণতা পেল। কে বুঝবে জানি না। সারা প্রোগ্রাম জুড়ে যে কতবার কেঁদেছি আমি!’ কেউ আবার লেখেন, ‘ছিলাম, দেখলাম , উপভোগ করলাম। ভালো লাগলো।’

বন্ধ করুন