বাংলা নিউজ > বায়োস্কোপ > Anjan Dutt: পাহাড়ে বেড়াতে গিয়ে টাকার প্রলোভনের ফাঁদে পড়লেন অঞ্জন, গৌরবরা! এবার?

Anjan Dutt: পাহাড়ে বেড়াতে গিয়ে টাকার প্রলোভনের ফাঁদে পড়লেন অঞ্জন, গৌরবরা! এবার?

পাহাড়ে বেড়াতে গিয়ে টাকার লোভে রহস্যে জড়ালেন অঞ্জন, গৌরবরা

Anjan Dutt Seven: আসতে চলেছে অঞ্জন দত্ত পরিচালিত নতুন ওয়েব সিরিজ সেভেন। এই সিরিজে দেখা যাবে কিছু বাঙালি পর্যটক ঘুরতে গিয়ে রহস্যময় টাকা ভর্তি ব্যাগ এবং পিস্তল পেয়েছেন এবার?

ফের থ্রিলার গল্প নিয়ে আসছেন অঞ্জন দত্ত। তবে এবার বড় পর্দায় নয়, ওয়েব মাধ্যমে আসছে তাঁর নয়া সিরিজ, নাম সেভেন। এখানে বন্ধুত্বের সঙ্গে কীভাবে রহস্য জড়িয়ে যায় সেটাই দেখা যাবে। কী থাকবে না এই নতুন সিরিজে, থাকবে বন্ধুত্ব, থাকবে প্রেম, থাকবে টানটান রহস্যও।

সেভেনে অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অঞ্জন দত্ত, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, সুজন মুখোপাধ্যায় সহ অঙ্কিতা চক্রবর্তী, সুজন নীল মুখোপাধ্যায়, সহ অন্যান্য অভিনেতাদের।

এই গল্পে উঠে আসবে কিছু বাঙালি পর্যটকদের কথা। তাঁরা পাহাড়ে ঘুরতে গিয়েছেন। আর সেই পাহাড়ে ঘুরতে গিয়েই তাঁরা একটি টাকা ভর্তি ব্যাগ খুঁজে পান। তবে কেবল টাকার ব্যাগ নয়, সঙ্গে একটি পিস্তলও খুঁজে পান তাঁরা। এবার এই টাকার লোভে পা দিয়ে কী হয় তাঁদের সেটা নিয়েই এগোবে গল্প। পরতে পরতে উঠে আসবে সম্পর্কের জটিলতা।

এখানে দেখা যাবে কেউ সেই টাকা ছুঁয়েও দেখতে চান না তো কেউ আবার ভাবছেন এই টাকা দিয়ে স্বপ্নপূরণের কথা। কিন্তু শেষপর্যন্ত কার জয় হবে, টাকার নাকি সম্পর্কের? সেটাই দেখা যাবে সেভেনে।

সেভেনের সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। নচিকেতা চক্রবর্তী এই সিরিজের জন্য গান লিখেছেন এবং গেয়েছেন। আগামী ১৭ মার্চ মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তার আগে অবশ্য এটির ট্রেলার প্রকাশ্যে এসে গিয়েছে। জি ফাইভের তরফে এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘টাকার জন্য কি মানুষ খুন করা যায়?’

অঞ্জন দত্ত বলতেই কিছু জিনিস আমাদের মনে আসে। আর সেই জিনিসগুলোর অন্যতম হল পাহাড়। তাঁর সেই পছন্দের পাহাড়েই এবার ঘনাবে রহস্যের মায়াজাল। গল্পে উঠে আসবে ৫ বন্ধুর কথা। রহস্য। আর সব কিছুর সঙ্গে ধরা পড়বে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এটি জি ফাইভে মুক্তি পেতে চলেছে।

বন্ধ করুন
Live Score