আজ মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত ছবি রিভলভার রহস্য। এই গোয়েন্দা গল্প কেন অন্যান্য গল্পের থেকে আলাদা, তিনি গোয়েন্দা গল্প নিয়ে কী ভাবেন সেটা একটি সাক্ষাৎকারে জানালেন গায়ক তথা পরিচালক।
নিউজ ১৮কে দেওয়া একটি সাক্ষাৎকার অঞ্জন জানান তিনি ছোট থেকেই গোয়েন্দা গল্পের ভক্ত। তিনি বিভিন্ন দেশ বিদেশের সাহিত্য পড়েছেন বলেও জানান। তাঁর আমেরিকার গোয়েন্দা গল্প একরকমের, আবার ব্রিটিশ গোয়েন্দা আরেকরকম। আবার এই গোয়েন্দা গল্পগুলোর সঙ্গে আবার বাংলার গোয়েন্দা গল্পের কোনও মিল নেই। একাধিক সাহিত্যিক একাধিক গোয়েন্দা চরিত্রকে সৃষ্টি করেছেন। তবে এঁদের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ গল্প একমাত্র প্রাপ্ত বয়স্ক বলে মনে হয়েছিল অঞ্জনের।
তাঁর কথায়, 'গোয়েন্দা গল্প মানেই অ্যাডাল্ট ব্যাপার। খুন, মারামারি, সম্পর্ক, যৌনতা, দুর্নীতি, নোংরামি তো থাকবেই। কিন্তু অদ্ভুত ভাবে দেখা গিয়েছে এটাই ছোটদের সাহিত্য হিসেবে চিহ্নিত হয়েছেন সমরেশ বসু, সমরেশ মজুমদার, নিহাররঞ্জন গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র এঁদের লেখা কোনও গোয়েন্দা চরিত্র প্রাপ্ত বয়স্ক নয়। সেখানে একমাত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দাকে অন্যরকম লেগেছে। আর তাই ব্যোমকেশের কিছু স্বত্ব নিয়ে কাজ করতে চেয়েছিলাম।'
কিন্তু বাংলায় একাধিক গোয়েন্দা গল্প নিয়ে ছবি তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'যখন দেখলাম সবাই মিলে ব্যোমকেশ করছে, তখন আমার ব্যোমকেশ চলে গেল সেখান থেকে। তখনই ঠিক করলাম আর করব না। এই ধারাবাহিক ছবিগুলো আমার আর নিজের রইল না।'
সিনেমা না হোক নিজের মতো করে গোয়েন্দা গল্প লিখবেন স্থির করেন তখন। নতুন ফ্র্যাঞ্চাইজি তৈরি করার কথা ভাবেন। তাও লিখে। তিনি যেমন গোয়েন্দা গল্প চেয়েছিলেন তেমনই চরিত্র তিনি তৈরি করবেন বলে স্থির করেন। আর সেই ভাবেই তিনি তৈরি ফেললেন সুব্রত শর্মার চরিত্র। দেজ থেকে সেই গোয়েন্দা গল্প প্রকাশিত হয়। আগে তিনটি গল্প প্রকাশিত হয়েছিল এখন আরও তিনটি প্রকাশিত হবে।
দূরদর্শনের জন্য তিনি প্রথমবার নির্দেশনা করেছিলেন সেটাও ছিল একটি গোয়েন্দা গল্প। ফলে ডিটেকটিভ এজেন্সির গল্প তাঁর জানা। আর সেই সব অভিজ্ঞতা, গল্প তিনি তবে গোয়েন্দা গল্প রেখেছেন।সেই কারণেই অঞ্জনের গোয়েন্দা অতি মানব নয়, বরং রক্ত মাংসের মানুষ। সেই গোয়েন্দা ফুটবল ক্রিকেটপ্রেমী, আর পাঁচটা বাঙালির মতো অলসও। তাঁর সুপার হিউম্যানের মতো চরম পর্যবেক্ষণ ক্ষমতা নেই।