আরজি করের ঘট নায় রাজ্যজুড়ে তোলপাড় চলছে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যবাসীরা। মঙ্গলবার এই ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে এবং তাঁদের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন। বেশকিছু ব্যক্তি অপর্ণা সেনকে লক্ষ্য করে 'চটিচাটা বুদ্ধিজীবী দূর হটো' স্লোগান তোলেন। যে ঘটনা অত্যন্ত অপমানজনক বলে মনে করছেন পরিচালক অঞ্জন দত্ত। সহকর্মীর অপমানে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি।
ঠিক কী লিখেছেন অঞ্জন দত্ত?
অপর্ণা সেনকে ট্যাগ করে অঞ্জন দত্ত লেখেন, ‘অপর্ণা সেন, R G Kar-এ প্রতিবাদ করার সময় আপনি যে অপমানের সম্মুখীন হয়েছেন তা দেখে আমি ভীষণভাবে লজ্জিত। এমনকি সোশ্যাল মিডিয়ায় যে সব পোস্টে আপনাকে কটাক্ষ করা হয়েছে, সেই পোস্টে আমাদেরই কিছু সহকর্মীকে লাইক করতে দেখে আমি হতবাক।’
যখন অধিকাংশ রাজনৈতিক দলগুলির নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন তারা সেইসব বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তিদের অপমান করেন, যাঁরা কোনো দলের অঙ্গুলি হেলনে চলেন না, তাঁদের তোষামোদ করেন না। আমি আমার কাজের বাইরে কখনোই খুব সোচ্চার হইনি। এটা আমার স্বভাবের মধ্যে নেই। তবে আপনি করেছেন, আমি আপনাকে তাই কুর্নিশ জানাই। নিজের মাথা উঁচু রাখুন। এই শহরে যথেষ্ট সংবেদনশীল, বুদ্ধিমান, সৎ লোক রয়েছেন যাঁরা আপনার কণ্ঠস্বরের কদর করেন। আর আপনার মতো একজন সাহসী মানুষেরই প্রয়োজন, এই অন্ধকার সময়ে।'
অঞ্জন দত্ত আরও লেখেন, ‘আমি যে আপনাকে চিনি তার জন্য খুবই গর্বিত। কয়েক দশক ধরে সঠিক কারণের পক্ষে দাঁড়াতে আপনাকে দেখেছি। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মহিলার কাছে গুরুত্বপূর্ণ যাঁরা এই ব্যবস্থায় ভুক্তভোগী, ভুগছেন এবং আগামীতেও ভুগবেন। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে ন্যায়বিচার চেয়েছেন। আমি জানি এটা বলার জন্য আমি আপনাকে একটা ফোন করে নিতে পারতাম। তবে আমার মনে হয় প্রকাশ্যেই কথাগুলো লেখা প্রয়োজন। কারণ আমরা যে ছবি তৈরি করি বা আমরা যে কাজ করি তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।'
অঞ্জন দত্তের এই সোশ্যাল মিডিয়া পোস্টের সমর্থনে ও প্রতিবাদে মতামত জানিয়েছেন বহু নেটিজেন। অঞ্জন দত্তের এই বক্তব্যের সমর্থনে সুর চড়িয়েছেন রূপসা দাশগুপ্তও। তিনিও অপর্ণা সেনের সমর্থনে এবং অঞ্জন দত্তের বক্তব্যের সমর্থনে লিখেছেন, ‘হ্যাঁ, রূপম ইসলাম এবং আমিও এই খবরটি ভীষণ লজ্জিত। আমি গর্বিত যে আমি অপর্ণা সেনকে কাছ থেকে দেখেছি, কিছু প্রতিবাদ মিছিলে ওঁর সঙ্গে হাঁটার সৌভাগ্যও হয়েছে। আমি ওঁর কাছ থেকে শিখেছি এবং দেখেছি কীভাবে একটা অরাজনৈতিক প্রতিবাদের নেতৃত্ব দিতে হয়। উনি তো অনুপ্রেরণা।’