একটা সময় একটার পর একটা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বাঙালির কাছে তিনি বেদের মেয়ে জ্যোৎস্না হয়েই থেকে গিয়েছেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর তিনি রয়েছেন পর্দার আড়ালে। লাইট, ক্যামেরা অ্যাকশন থেকে দূরে। কিন্তু এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন যে তিনি ভালো নেই মোটেই।
কী জানালেন অঞ্জু ঘোষ?
অঞ্জু ঘোষ নিজেই একটা সময় লাইম লাইট, সিনে জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। তবে তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল এখন সেটা বোঝেন তিনি। আফসোস হয়। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তাঁর কন্ঠে এই বিষয়ে আক্ষেপের সুর শোনা গিয়েছে। এবার বাংলাদেশের একটি চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অভিনয়ে অল্প বিস্তর ফিরলেও তাঁর মনে এখনও আক্ষেপ থেকেই গিয়েছে।
বেদের মেয়ে জ্যোৎস্নার কথায়, 'এখন আমায় হয় মরে যেতে হবে নইলে অভিনয়ে ফিরতে হবে। আমার খুব কষ্ট এখন। আমি তো আর এখন ধিন ধিন করে নাচতে পারব না, আমায় মানাবে এমন চরিত্রেই কাজ করব। কত কথা মনে পড়ে আজকাল। একটা সময় কত স্টেজ শো করেছি। ভেবেছিলাম বাংলাদেশে সবাই আছে, ভেবেছিলাম আমার এখানে অনেক বড় একটা উত্থান হবে। কিন্তু এখানে যখন এলাম তখন সব শেষ।'
তবে অঞ্জু ঘোষ আশাবাদী। তিনি কাজে ফেরার, ছন্দে ফেরার চেষ্টা করছেন এখনও। ছবির প্রস্তাবের অপেক্ষা করেন। কিন্তু মনের মতো কাজ পাচ্ছেন না। একটা সময় তাঁকে যে গ্ল্যামার ঘিরে থাকত সেই দিনের কথা তিনি মনে করেন। জানান বর্তমান সমস্যার কথা যেগুলোর তিনি সম্মুখীন হচ্ছেন। প্রসঙ্গত অঞ্জু ঘোষ কেবল এপার বাংলায় নয়, একটা সময় ওপার বাংলার একাধিক ছবিতে দাপিয়ে করেছেন।
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'