জি বাংলায় সারেগামাপা ২০২৪-এর সফর শেষ হলেও, প্রতিযোগীদের প্রতি নেটিজেনের ভালোবাসা কমেনি এক ফোঁটাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। যেখানে দেখা গেল ‘শিসপ্রিয়া’ অঙ্কনার কোলে বসে আছে ছেট্ট একটা খুদে। শুধু তাই নয়, সে আবার সা-রে-গা-মা-পা-ধা-নি-সা গাইছেও।
তা কে বসে আছে অঙ্কনার কোলে? অঙ্কনা ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখো টনিক ভাই ১০ মাস সারেগামাপা তে আমাদের সবার সাথে থেকে সারেগামা শিখে গেলো…’! এই খুদে হল, সারেগামাপা-র ফাইনালিস্ট নীক জানার ছোট ভাই টনিক। সারেগামাপা-র মঞ্চে হামেশাই বছর আড়াইয়ের বাচ্চাটিকে দেখা যেত এরওর কোলে। ইমন থেকে জোজো, যিশু থেকে রাঘব, টনিককে কোলে নিয়ে আদরে ভরিয়েছেন সকলেই।
আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতেই অন্তঃসত্ত্বা, কাঞ্চনের কাছে মেয়েকে রেখে, কাকে নিয়ে ডেটে শ্রীময়ী
দেখা গেল গাড়ির ভিতরে টনিককে কোলে নিয়ে বসে আছে অঙ্কনা। আর দিদির থেকে শুনে শুনে সা-রে-গা-মা-পা বলছে টনিক। যদিও ‘রে’ আর ‘ধা’-তে গিয়ে দেখা গেল, বলতে রাজি নয় টনিক। বরং এই দুটি টপক, কখনও রে না বলে, বলে দিচ্ছে গা, আবার ধা না বলেই, বলছে নি। দুজনের এইমিষ্টি ভিডিয়ো মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন: ‘কাফের’ বলে কটাক্ষ! হিন্দু হয়ে ইফতারে কেন শান, নেটপাড়ার রোষানলে পড়লেন গায়ক
অনীকর সমাজমাধ্যমেও দেখা মেলে টনিকের। কখনো কখনো তো সে দাদার রেওয়াজের সময় চড়ে বসার চেষ্টা করে হারমোনিয়ামের উপরে। আবার ভাইকে কখনো সুর শেখাবার চেষ্টা করে দাদা। মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স মাত্র ৭। তবে এই বয়সেই সারেগামাপা-র বিচারকদের মন কেড়ে নিয়েছিল অসাধারণ গায়কি দিয়ে। প্রসেনজিৎ তাঁর নাম রাখেন ‘জুনিয়র কিশোর কুমার।’
প্রতিভাতে কোনো অংশে পিছিয়ে ছিল না অঙ্কনাও। সঙ্গে আবার সে অসাধারণ সুরে শিস দেয়। তাই তার নাম রাখা হয়েছিল ‘শিসপ্রিয়া’। ফইনালের ঠিক আগে, এই খুদে সারেগামাপা থেকে বাদ পড়ায় আশাহত হয়েছিল অনেকেই।
সারেগামাপা ২০২৪-এ ছিল যুগ্ম বিজেতা। ছোটদের মধ্যে থেকে প্রথম হয় অতনু। তৃতীয় স্থানে আসে অনীক। অন্য দিকে, ফাইনালের আগেই এলিমিনট হয়ে যায় অঙ্কনা।