জি বাংলায় ফিরতে চলেছে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো, সারেগামাপা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে এবারের এই শোয়ের শুরুর দিনক্ষণ। কারা কারা বিচারক থাকবেন তাও প্রকাশ্যে এসে গিয়েছে। শেষ হয়েছে গ্র্যান্ড অডিশনও। এবার পালা গ্র্যান্ড ওপেনিংয়ের। আর তারই কিছু কিছু ঝলক এদিন প্রকাশ্যে আনা হল চ্যানেল কর্তৃপক্ষের তরফে।
সারেগামাপার গ্র্যান্ড ওপেনিংয়ের ঝলক
এদিন জি বাংলার তরফে সারেগামাপা গ্র্যান্ড ওপেনিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে ঘাটালের মেয়ে অঙ্কনা পারফর্ম করছে। সে প্রথমে 'চলো তুমকো লে কর চলে' গানটি গেয়ে শোনায়। আর সেই গান শুনেই রীতিমত মুগ্ধ হয়ে যান বিচারকরা। শান্তনু মৈত্র তো উঠে এসে তাকে জড়িয়ে ধরেন। বলেন, 'আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট এই সিজনের।' জাভেদ আলি বলে ওঠেন, 'আগুনের ফুলকি না, একেবারে বম্ব।' কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্রও পর্যন্ত উঠে অঙ্কনাকে আদর করে দেন।
শুধুই কি তাই? এদিন অঙ্কনা শিষ দিয়ে শ্রীভাল্লি গানটি গেয়ে শোনায়। এবং পরে সেই একই গানে তাকে জাভেদ আলির সঙ্গে নাচতে দেখা যায়। এদিন স্পেশ্যাল গেস্ট হিসেবে হাজির থাকবেন অযোগ্য, না না, দারুণ ভাবে অনস্ক্রিন যোগ্য জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া।
কবে থেকে আসছে সারেগামাপা?
জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয় সারেগামাপার শুরুর দিনের কথা। প্রকাশ্যে আনা হয় প্রোমোও। এতদিন অডিশন পর্ব চলেছে। এবার হতে চলেছে গ্র্যান্ড ওপেনিং। আগামী ২ জুন থেকে শুরু হবে এই শো। এদিন এই শোয়ের প্রোমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফে জানানো হয় আগামী ২ জুন সম্প্রচারিত হবে সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং। রবিবার রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে এই শো। অর্থাৎ সেদিন থেকেই শুরু হবে এই শোয়ের পথচলা। এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।'
প্রোমোতে দেখা গেল সঞ্চালকের আসনে থাকছেন আবির চট্টোপাধ্যায়ই। একই সঙ্গে বিশেষ চমক হিসেবে থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। এছাড়া এবার ৮ জন বিচারক থাকবেন। তাঁরা হলেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র। তবে এবার আর শোতে মেন্টর হিসাবে কেউ থাকবেন না। এই আট বিচারকরা দুজন মিলে একটি দল তৈরি করবেন। অর্থাৎ মোট ৪টি দলের মধ্যে এবার জমবে গানের লড়াই।