অঙ্কিত তিওয়ারি বলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক। দিল চিজ তুঝে দেদি, সনম তেরি কসম, গালিয়া, সহ একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু এদিন একটি শোয়ে তিনি কিছু চিবোতে চিবোতে পারফর্ম করেন। আর সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরই তাঁকে পড়তে হয় কটাক্ষের মুখে।
আরও পড়ুন: 'নিজের জন্য সবসময় কিছু করো...' মুম্বইয়ে সহবাস করছেন যিশু, জারা - সারাকে কী বুদ্ধি দিলেন নীলাঞ্জনা?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অঙ্কিত তিওয়ারি অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটির জনপ্রিয় গান বুলেয়া গাইছেন। কিন্তু তিনি কিছু একটা চিবোতে চিবোতে গানটি গান। ফলে স্বাভাবিকভাবে তিনি পুরোটা এক টানা গাইতে পারেন না। নিজে এক লাইন গান তো দুই লাইন দর্শকদের বা সহকারী সিঙ্গারদের গাইতে বলেন। এমন একাধিক জায়গায় বেসুরে গান তিনি গানটি। ফলে গোটা ব্যাপারটা মিলিয়েই বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে কটাক্ষের বন্যা।
আরও পড়ুন: ‘হিন্দুত্ব পপ বন্ধ কর’, মুম্বই মেট্রোতে রামনাম ভক্তদের, দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন পূজা ভাট
কে কী বলছেন?
এখনও পর্যন্ত এই ভিডিয়ো প্রায় ৯২ লাখ মানুষ দেখেছেন। এক ব্যক্তি লেখেন, 'বলো জুবা কেশরির বিজ্ঞাপন দিচ্ছে নাকি?' আরেকজন লেখেন, 'গুটখা খেতে খেতে গান গাইছেন কেন?' তৃতীয় জন লেখেন, 'বুলেয়ার গুটখা ভার্সন।' চতুর্থ জন লেখেন, 'অরিজিৎ সিংয়ের গানটা একেবারে নষ্ট করে দিল।' আরেক ব্যক্তি লেখেন, 'এঁরা দর্শকদের টেকেন ফর গ্রান্টেড করে নেয়।'
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে মুম্বই কাঁপাতে হাজির ময়ূরী, রাগ চর্চা শুনে মুগ্ধ শ্রেয়া ফাঁস করলেন গোপন কথা!