২০২৫ সালে একের পর এক সপ্তম পূরণ করছেন সারেগামাপা বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য। বাড়ি কেনার পর এবার গাড়ি কেনার স্বপ্ন পূরণ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি।
মাত্র ২২ বছর বয়সেই গোবরডাঙ্গার মেয়ে অর্পিতা একের পর এক স্বপ্ন পূরণ করছেন। শুধু নিজের নয়, নিজের পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন জোর কদমে।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
চলতি বছরের শুরুর দিকেই একটি তিন তলা সাদা ধবধবে বাড়ির ছবি পোস্ট করেন তিনি। জানান, বাড়ি কেনার স্বপ্ন পূরণ করলেন তিনি। গৃহপ্রবেশের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি জানালেন, বাড়িতে মায়ের জন্য ওপেন কিচেন তৈরি করিয়েছেন।
তবে শুধু গৃহপ্রবেশ নয়, নতুন বাড়িতে ভাইয়ের জন্মদিনও পালন করেছিলেন তিনি। এবার আরও একটি নতুন স্বপ্ন পূরণ করলেন অঙ্কিতা। নিজের এবং পরিবারের সকলের জন্য কিনলেন একটি বিশাল বড় গাড়ি। সাদা রঙের সেই গাড়ির সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেল অঙ্কিতাকে।
সোশ্যাল মিডিয়ায় গাড়ি কেনার মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘একটু আপগ্রেড হলাম। নিউ মেম্বার। হর হর মহাদেব।’ বোঝাই যাচ্ছে, ২০২৫ অঙ্কিতার জন্য বেশ ভালো একটি বছর প্রমাণিত হয়েছে। কাজের ক্ষেত্রে তো বটেই, নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রেও ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে গ্লোবাল এক্সিলেন্স পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অঙ্কিতা। বলিউড অভিনেত্রী কাজলের হাত থেকে পুরস্কার গ্রহণ করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, এটা একটা স্বপ্ন পূরণের মুহূর্ত। এই পুরস্কারের অংশ হতে পেরে আমি ভীষণ খুশি এবং সম্মানিত বোধ করছি।
উল্লেখ্য, চলতি বছরেই দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে অঙ্কিতার নতুন গান। সিঙ্গেল লাইফ নামের এই গানটিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে।