দীর্ঘ সময়ের প্রেম ছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। যদিও পবিত্র রিস্তার শেষে অভিনেতা বলিউডে পা রাখার কিছু বছরের মধ্যেই দুজনে আলাদা হন। এখনও মাঝেমধ্যেই প্রাক্তন প্রেমিককে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় অঙ্কিতা লোখান্ডেকে। যদিও বর্তমানে সুখে সংসার করছেন স্বামী ভিকি জৈনের সঙ্গে। তবুও এখনও অঙ্কিতা প্রসঙ্গ উঠলেই যেন, চোখের সামনে সকলের ভেসে ওঠে সুশান্তের মুখ।
অঙ্কিতা রবিবার সন্তান ঘরে আসার ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘পরিবারে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা ইতিমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছে! তোমার চোখেমুখের মায়া এবং আলিঙ্গন আমাদের হৃদয় চুরি করেছে, আপনার ছোট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক।’
‘গর্বিত মা-বাবা হিসেবে নিজেদেরকেও অভিনন্দন জানাই। আমাদের জীবন হাসি, অফুরন্ত আনন্দে ভরে উঠুক, তোমার দুষ্টুমির কারণে, মৌ। এখনও অনেক অ্যাডভেঞ্চার এবং আরামদায়ক মুহূর্ত রয়েছে আমাদের নতুন ছোট্ট বাচ্চাটির সঙ্গে! মৌ, আমাদের মিষ্টি মেয়ে, তুমি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছ!’
যদিও সন্তান বলতে, অঙ্কিতা ও ভিকি ঘরে এনেছেন একটি বিড়ালছানা। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে ক্যামেরা নিয়ে লিফটের বাইরে দাঁড়িয়ে ভিকি। মুখে এক গাল হাসি। এক ব্যক্তি নিয়ে আসেন মৌকে, একটি সাজানো বাস্কেটের ভিতরে করে। সঙ্গে সঙ্গে ঘরের পোশাকেই বাইরে এসে কোলে তুলে নেন অঙ্কিতা। এরপর দেখা যায় কখনো মৌ খাটে ঘুমোচ্ছে, কখনও সোফাতে। কখনও আবার খেলা করছে অঙ্কিতা-ভিকির সঙ্গে।
দু বছরের উপর প্রেম করার পর ভিকি ও অঙ্কিতা বিয়ে করেন ২০২১ সালে। ব্যবসায়ী পরিবারের ছেলে ভিকি। ১৩০ কোটির উপর সম্পত্তির মালিক। দুজনে বিয়ের পর একসঙ্গে অংশ নেন স্মার্ট জোড়ি-তে, স্টারে। জিতে নেন সেই শো। এরপর বিগ বসেও দেখা যায় তাঁদের। যদিও সেখানে দুজনের ঝগড়া নিত্যদিন আসত শিরোনামে। এমনকী, ভিকির মা-ও বেশ কয়েকবার অপমান করেন বৌমাকে ক্যামেরার সামনে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে বিগ বস থেকে বেরিয়ে সব কিছু স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে।
বিগ বসেই অঙ্কিতা-ভিকিকে বলতে শোনা গিয়েছিল, তাঁরা সন্তান নেওয়ার কথা ভাবছেন। তবে তার আগেই পরিবারে আনলেন একটি ছোট্ট বিড়ালছানা।