অঙ্কিতা লোখান্ডে এখন বেশ জনপ্রিয় মুখ। তিনি পবিত্র রিশতা ধারাবাহিকের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। এরপর চর্চায় ছিল তাঁর এবং সুশান্ত সিং রাজপুতের সম্পর্ক। তারপর তিনি গত বছর যখন তাঁর স্বামীর সঙ্গে বিগ বসে অংশ নেন তখন তাঁদের ঝামেলা অশান্তির জন্য সকলের নজর কাড়েন। যদিও বর্তমানে তাঁরা সেসব সমস্যা মিটিয়ে সুখেই আছেন। তবে সম্প্রতি অভিনেত্রী এমন একটি কাজ করে বসলেন যার জন্য তাঁকে বেশ কটাক্ষের মুখে পড়তে হল।
কী করেছেন অঙ্কিতা?
বিয়ের পর হিন্দু রমনীরা সিঁদুর পরে থাকেন। এবার জায়গা অনুয়ায়ী বদলে যায় সিঁদুরের রং। তাও মূলত, লাল, মেটে (কমলা) বা মেরুন সিঁদুর পরে থাকেন বিবাহিত মহিলারা। তবে এদিন বরের সঙ্গে একটি জায়গায় যেতে গিয়ে অঙ্কিতা বেগুনি রঙের সিঁদুর পরে রাস্তায় বেরোলেন। আর সেটা দেখেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে অভিনেত্রী সংস্কৃতির অবমাননা করেছেন।
আরও পড়ুন: ছেলের এক বছর পূর্ণ হতেই আদুরে ছবি পোস্ট ইলিয়ানার! শুভেচ্ছা জানিয়ে লিখলেন 'ঠিক এক বছর আগেই...'
এদিন অঙ্কিতা লোখান্ডের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর স্বামী ভিকি জৈন এবং অভিনেতা অ্যালি গোনির সঙ্গে দাঁড়িয়ে আছেন। সেখানেই অভিনেতা অ্যালি অভিনেত্রীকে তাঁর সিঁদুরের জন্য কটাক্ষ করেন। আর তাঁদের এই মজার খুনসুটি কেউ কেউ যেমন মজা হিসেবেই নিয়েছেন, তেমনই কেউ কেউ আবার কটাক্ষ করেছেন অঙ্কিতাকে।
আরও পড়ুন: টেলর সুইফটের কনসার্টেই প্রেমের গুঞ্জনে সিলমোহর! শাড়ি পরে আদিত্যর বাহুলগ্না হয়ে ধরা দিলেন অনুষা
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'যা খুশি পরলেই হল না। সংস্কৃতি কী আমাদের সেটা মনে রাখা উচিত।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বেগুনি সিঁদুর? একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল না?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ফ্যাশন মানেই নিজের মতো করে সাজা। বেশ করেছে বেগুনি সিঁদুর পরেছে। ভালো লাগছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ছক ভাঙা ভালো, কিন্তু সবেতে সব যায় না।'