আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। সাত পাকে বাঁধা পড়বার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন অঙ্কিতা-ভিকি। গত মাসেই তিন বছর পার করেছে এই জুটির সম্পর্ক, আর এবার এই প্রেমের বন্ধনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই প্রেমিক জুটি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজের প্রেম সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। তিনি জানিয়েছেন, রাজস্থানি স্টাইলে বিয়ে দারুণ পছন্দ তার। প্রেম নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথাও জানান পবিত্র রিসতার অর্চনা।
‘বিয়ে হল একটা খুব সুন্দর প্রতিষ্ঠান। হ্যাঁ, আমি বিয়ের ব্যাপারে দারুণ এক্সাইটেড। যেটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। বলতে পারেন বিয়ের এক্সাইটমেন্টে আমি লাফালাফি শুরু করে দিয়েছে। আমার ভীষণ পছন্দ জয়পুর-যোদপুর রাজস্থানি স্টাইল বিয়ে। তবে আমি সত্যিই জানি না, শেষমেষ প্ল্যানটা কী হবে’, বলিউড বাবলকে দেওয়া সাক্ষাত্কারে বলেন অঙ্কিতা। প্রেমের বিষয়ে নায়িকার অকপট ভাবনা, ‘আমার জন্য প্রেম হল এমনটা জিনিস, যার জীবনে খুব দরকার আছে। সর্বত্রই ভালোবাসা দরকার আমার, ওটা বলতে পারেন আমার বাঁচার অক্সিজেন। আমি যাই করি, যাই বেছে নিই না কেন, সবকিছুর মধ্যে প্রেম খুঁজে পাওয়াটা জরুরি। প্রেম আমার জীবনে সবার উপরে'।
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা নিজের প্রেম সম্পর্কের ব্যাপারে ভীষণ খোলামেলা। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত প্রেমিকের সঙ্গে মাখোমাখো ছবি পোস্ট করেন তিনি। এর জেরে সুশান্ত ভক্তদের রোষের মুখেও পড়তে হয়েছে অঙ্কিতাকে, তবে এর জেরে নিজের দৃষ্টিভঙ্গি পালটাননি অঙ্কিতা।
অঙ্কিতা লোখান্ডের নামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সুশান্ত সিং রাজপুতের নাম। দীর্ঘ সাত বছর প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। সুশান্তের মৃত্যুর স্বাভাবিকভাবেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন অঙ্কিতা। ২০১৬ সালের শুরুতেই ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার ‘পবিত্র রিসতা’।
সুশান্ত-অঙ্কিতার টেলিভিশন কেরিয়ারের শুরু থেকেই ভিকির সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁদের দুজনেরই। বক্স ক্রিকেট লিগে একটি টিমও রয়েছে ভিকি জৈনের। মুম্বই টাইগার্সের মালিক ভিকি, সেই কারণেই টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্দরের পরিচিত মুখ এই ব্যবসায়ী।