বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita Lokhande: বিশ্বাস হারাইনি- সুশান্তের পর কী ভাবে আবার নতুন প্রেম এল, জানালেন অঙ্কিতা

Ankita Lokhande: বিশ্বাস হারাইনি- সুশান্তের পর কী ভাবে আবার নতুন প্রেম এল, জানালেন অঙ্কিতা

সুশান্তের পর নতুন প্রেম, সম্পর্ক নিয়ে কী বললেন অঙ্কিতা?

Ankita Lokhande: সুশান্তের চলে যাওয়ার পর থেমে থাকেননি অঙ্কিতা। বরং নিজের মতো করে জীবনে এগিয়ে গিয়েছেন। ২০২১ সালে তাঁর বর্তমান স্বামী তথা প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুত। বিচ্ছেদের পর তাঁরা কেউই থেমে থাকেননি। যে যাঁর মতো করে জীবনের পথে এগিয়ে গিয়েছেন। সুশান্ত এরপর একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। ২০২০ সালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে সুশান্তের পর ভিকি জৈনের মধ্যে আবার ভালোবাসা খুঁজে পান অভিনেত্রী। ২০২১ সালে তাঁকে বিয়েও করেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অঙ্কিতা।

ছোট পর্দায় একসঙ্গে একটি ধারাবাহিকে কাজ করেছিলেন অঙ্কিতা এবং সুশান্ত। তাঁর অনস্ক্রিন রসায়নের মতো অফস্ক্রিন রসায়নও জমে উঠেছিল। অন্যতম চর্চিত জুটি ছিলেন তাঁরা। কিন্তু ২০১৬ সালের তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০২০ তে আচমকাই সুশান্ত চলে যান। তখন ভীষণ রকম ভেঙে পড়লেও অভিনেত্রীর জীবন থেমে থাকেনি। তিনি এগিয়ে গিয়েছে জীবনের স্রোতে। নতুন করে ভালোবাসা খুঁজে পান ব্যবসায়ী ভিকি জৈনের মধ্যে। তাঁকে বিয়েও করেন তিনি ২০২১ সালে। একটি নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি কখনই আশা ছাড়েননি, বা ভালোবাসার উপর বিশ্বাস হারাননি। বরং নতুন করে নতুন ভাবে ভালোবাসাকে খুঁজে পেয়েছেন।

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, 'আমি কখনও ভালোবাসাকে প্রত্যাখ্যান করিনি। যাই হয়ে যাক না কেন, দুবছর পরও আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাস চলে যায়নি। আমি জানতাম আমি এটার জন্যই। আমার জীবনে এমন কেউ আসবে যে আমার স্বপ্ন পূরণ করবে, যে আমায় বিয়ে করবে। আমি ভালোবাসার থেকে কখনই মুখ ঘুরিয়ে থাকতে পারিনি। বরং এটা বিশ্বাস করেছি যে কেউ কোথাও আছে আমার জন্য।'

সুশান্তের মৃত্যুর পর যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে অঙ্কিতা যাচ্ছিলেন, চারদিকে তখন যখন ট্রোলের বন্যা তখন তিনি বুঝেছিলেন যে তিনি অঙ্কিতার জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

ভিকি জানান, 'জীবনে কী হবে, কী আছে কেউ জানে না। কিন্তু কিছু না কিছুর মধ্যে দিয়ে মানুষ যায়। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমরা একটা টিম। ওর সঙ্গে যা হচ্ছে আমি জানতাম ও একা নয়, আমিও আছি ওর সঙ্গে। এবং যা হবে দুজনে একসঙ্গে লড়ে নেব।'

কিন্তু অঙ্কিতার কী তাঁর এত ভালো লেগেছিল যে এই কঠিন সময় তিনি অঙ্কিতার হাত ধরেছিলেন? এই প্রসঙ্গে তিনি জানান, 'আমি অঙ্কিতার কোন জিনিসটাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি জানেন? ও ওর সম্পর্ককে বাঁচানোর জন্য সবটা করতে পারে। ভীষণ আগলে রাখে। অঙ্কিতার কাঁধে সেই সময় অনেক বড় দায়িত্ব ছিল। সুশান্ত কেবল তাঁর প্রাক্তন ছিল বলে নয়, একজন মানুষ হিসেবেও। আর সেটা জরুরি ছিল।'

সুশান্তের মৃত্যুর পর তাঁদের সম্পর্ক, রসায়ন নিয়ে নানা কথা প্রকাশ্যে এনেছিলেন অঙ্কিতা। জানিয়েছিলেন অনেক অজানা কথা। অভিনেতার পরিবারের মতো তিনিও ভীষণ ভেঙে পড়েছিলেন।

বন্ধ করুন