বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita Lokhande : ভিকির সঙ্গেও বিবাদ! নতুন দম্পত্য জীবনে আদপে ঠিক কেমন আছেন অঙ্কিতা…

Ankita Lokhande : ভিকির সঙ্গেও বিবাদ! নতুন দম্পত্য জীবনে আদপে ঠিক কেমন আছেন অঙ্কিতা…

ভিকি-অঙ্কিতা

অঙ্কিতার কথায়, ‘ভিকি আর আমার সম্পর্কেও বিবাদ রয়েছে। কোন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না! ভিকি ও আমার মধ্যেও ঝগড়া হয়। তবে কোথাও গিয়ে কীভাবে সমস্যা কাটিয়ে উঠতে হবে, তা আমি এতদিনে বুঝে গিয়েছি। তবে আমার মনে হয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ধৈর্যশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ।’ 

২০১৬-তেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল অঙ্কিতা লোখান্ডের। পরবর্তী সময়ে নিজের জীবনের পথে দুজনের মতো করে এগিয়ে গিয়েছিলেন সুশান্ত ও অঙ্কিতা। দুজনেই আবার নতুন করে প্রেম করেছেন। তবুও সুশান্ত-অঙ্কিতার সম্পর্ককে 'পবিত্র রিস্তা' হিসাবেই সাড়া জীবন মনে রেখেছেন অনুরাগীরা। অঙ্কিতাও হয়তবা ভুলতে পারেননি, আর সেকারণেই সুশান্তের মৃত্যুর পর ওভাবে ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাঁকেও।

সে যাই হোক, সুশান্তের মৃত্যুর পর ভিকি জৈনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হন অঙ্কিতা লোখান্ডে। যদিও তাঁদের পরিচয়ও বহুদিনের। সুশান্ত-অঙ্কিতার-ই বন্ধুমহলের অংশ ছিলেন ভিকি। বর্তমানে অঙ্কিতা ও ভিকি বিবাহিত জীবনযাপন করছেন? কিন্তু ভিকির সঙ্গে অঙ্কিতার বিবাহিত জীবন ঠিক কেমন? সেখানে ঝগড়া কি একেবারেই নেই? সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি জৈনের সঙ্গে দাম্পত্য, বিবাদ নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতা।

অঙ্কিতার কথায়, ‘ভিকি আর আমার সম্পর্কেও বিবাদ রয়েছে। কোন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না! ভিকি ও আমার মধ্যেও ঝগড়া হয়। তবে কোথাও গিয়ে কীভাবে সমস্যা কাটিয়ে উঠতে হবে, তা আমি এতদিনে বুঝে গিয়েছি। তবে আমার মনে হয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ধৈর্যশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। যদিও মানিয়ে নেওয়া, ধৈর্য ধরার বিষয়টি আমার মধ্যে অবশ্য একেবারেই ছিল না। এই বিষয়টা ভিকি অনেকটাই সামলে নিয়েছে, ও-ই আমায় বুঝিয়েছে।’ অঙ্কিতার কথায়, রাগ-অভিমান সব সম্পর্কেই থাকে, তবে একটা সময় গিয়ে থামতে হয়। সম্পর্কে ভারসাম্য না থাকলেই বিপদ, তবে সময় সবকিছু ঠিক করে দেয়।

সম্প্রতি 'দ্যা লাস্ট কফি' নামক শর্ট ফিল্মের হাত ধরে OTT-র দুনিয়ায় পা রাখতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। শোয়েব নিকাশ শাহ পরিচালিত এই শর্ট ফিল্মে অঙ্কিতা 'ইরাম কুরেশি'র চরিত্রে অভিনয় করেছেন। গল্প ইরাম এবং রেহান (শোয়েব) কে ঘিরেই আবর্তিত হয়। যে দম্পতি তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে শেষবার এক কাপ কফির জন্য দেখা করে। পুরোবিষয়টিই জম্মু ও কাশ্মীরের পটভূমিতে তৈরি। জম্মু ও কাশ্মীরের পাটনিটপে এর শ্যুটিং হয়েছে। 'দ্যা লাস্ট কফি' নিয়ে কথা বলার সময়ই প্রসঙ্গক্রমে নিজের ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে কথা বলেন অঙ্কিতা। 

বন্ধ করুন