বাবার কোলের যে খুদে মেয়েটিকে দেখছেন তিনি এখন নামি নায়িকা। সিরিয়ালে কাজ করে, এখন সিনেমার জগতে পা রেখেছেন। শুধু তাই নয়, রিয়েলিটি শো-তেও তাঁর ভীষণ জনপ্রিয়তা। একসময় প্রেম ছিল নিজের সিরিয়ালেরই নায়কের সঙ্গে। তবে সেই ছেলেটি সিনেমায় নামতেই সম্পর্ক ভাঙে। এখন অবশ্য সেই নায়ক চলে গিয়েছেন না ফেরার দেশে। নায়িকা নিজেও বিয়ে করেছেন, বরকে নিয়ে গত বছর বিগ বসেও যোগ দিয়েছিলেন। সেখানেই এই প্রেগন্যান্সির ‘মিথ্যে নাটক’! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে।
ঠিকই ধরেছেন, ছোটবেলার ছবিটি অভিনেত্রী অঙ্কিতা লোখেন্ডের। আর যিনি তাঁকে কোলে নিয়েছেন, তিনি তাঁর বাবা। গত বছর বাবাকে হারান অভিনেত্রী। আর প্রথম মৃত্যুবার্ষীকির দিন একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোশ্যালে।
আরও পড়ুন: শ্রীদেবীর মৃত্যুতে হয়েছিলেন লম্বা জেরা! ‘জান’-এর জন্মবার্ষিকীতে যা লিখলেন বনি, সঙ্গ দিলেন মেয়ে খুশিও
ক্যাপশনে লিখলেন, ‘আজ একটি কঠিন বার্ষিকী- যেদিন আমার প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। এটি একটি বছর হয়ে গেছে, কিন্তু আমরা যে স্মৃতি এবং ভালaবাসা ভাগ করেছিলাম, তা এখনও আগের মতোই শক্তিশালী রয়েছে। আমি তাঁকে খুব মিস করি শান্তিতে বিশ্রাম করো প্রিয় বাবা। তোমার উত্তরাধিকার আমার হৃদয়ে বেঁচে আছে।’
‘আর একদম চিন্তা করবে না। আমি মাম্মা আর অর্পণকে (অঙ্কিতার ভাই) সবসময় আগলে রাখব। সারাজীবন এভাবেই ভালোবাসব, যত্ন নেব, ঠিক যেমন তুমি করতে। তারা আমার সঙ্গে ভালো আছে, আমি কথা দিচ্ছি পা। আমি তোমাকে আরও এবং আরও এবং আরও বেশি ভালবাসি’, আরও লেখেন অঙ্কিতা লোখান্ডে।
আরও পড়ুন: মাছে মাখালেন নুন-হলুদ, দিলেন তেলে! খুন্তি হাতে সৌরভ, ইলিশ মাছের কোন পদ রাঁধলেন
পবিত্র রিস্তা দিয়ে বলিউডে পা রাখা অঙ্কিতা দীর্ঘ সময় প্রেম করেচিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। সেই বিচ্ছেদের পর, ভিকি জৈনের সঙ্গে প্রেম ও বিয়ে হয়। দুজনে একসঙ্গে বিয়ের পরপরই অংশ নেয় স্মার্ট জোড়িতে। একসঙ্গে শো জেতেন। তারপর বিগ বস ১৭-তেও ছিলেন তাঁরা। যদিও সেখানে অঙ্কিতা আর ভিকিকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়।
আরও পড়ুন: শাহরুখ করিশ্মায় কাত জনতা! লোকার্নো চলচ্চিত্র উৎসবে কোন গান গাইলেন কিং খান, দেখুন
একদম শুরুর দিনেই নিজের প্রেগন্যান্সির কথা বলতে শোনা যায় অঙ্কিতাকে। তিনি জানান, পিরিয়ডসের দিন মিস করেছেন। পরে যদিও স্পষ্ট হয়, পুরোটাই ছিল বানানো। দর্শকদের মনোরঞ্জনের জন্য। এরপর বিগ বসের ঘরে থাকাকালীন ৩ মাস প্রায়ই ঝগড়া হত অঙ্কিতা-ভিকির। এমনকী, ভিকির মা-ও অঙ্কিতাকে নিয়ে নানা ধরনের ‘অপমানজনক মন্তব্য’ করেছিলেন। একটি এপিসোডে রেগে গিয়ে ভিকিকে অঙ্কিতার গায়ে হাত তুলতে যাচ্ছেন এমন ভঙ্গিও করেন। যদিও পরে সামলে নেন।
আপাতত অঙ্কিতা আর ভিকিকে একসঙ্গে দেখা যাচ্ছে স্টার জলসার লাফটার শেফ-এ।