১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং ব্যবসায়ী প্রেমিক ভিকি জৈনকে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক-বিবাহ পর্বের অনুষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অঙ্কিতা-ভিকির আংটি বদল অনুষ্ঠানের ছবি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মেহেন্দি' অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন অঙ্কিতা। সাদা ও গোলাপী লেহেঙ্গায় চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন তিনি।
অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনের আংটি বদল অনুষ্ঠানে কালো গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটি বদল সারেন তাঁরা। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁদের এনগেজমেন্টের ভিডিয়ো। অবশেষে পরিণতি পাচ্ছে তাঁদের তিন বছরের প্রেম সম্পর্ক।
মেহেন্দি অনুষ্ঠানে অঙ্কিতার ছবি-
সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে, অবশেষে পরিণতি পাচ্ছে তাঁদের সম্পর্ক।
২০০৯ সালে জি টিভির পবিত্র রিসতা সিরিয়ালের সঙ্গে জনপ্রিয়তা পান অঙ্কিতা। ২০১৯ সালে মনিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছবির সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। কঙ্গনার এই ছবিতে ঝলকারি বাঈয়ের চরিত্রে দেখা মিলেছিল অঙ্কিতার। সম্প্রতি ‘পবিত্র রিসতা ২.০’ ওয়েব সিরিজে দেখা মিলেছে অঙ্কিতার। অঙ্কিতার হবু বর ভিকি জৈন পেশায় ব্যবসায়ী। বক্স ক্রিকেট লিগে একটি টিমও রয়েছে ভিকির।