কথায় বলে, তারকাদের প্রেমের খবর নাকি কখনও চাপা থাকে না! তবে, একথা কতটা সত্যি তা বলা মুশকিল। এই যেমন, টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় জি বাংলার হিট সিরিয়াল জগদ্ধাত্রীর নায়ক-নায়িকা নাকি প্রেম করছেন। জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়ের রিল লাইফের ভালোবাসা নাকি পৌঁছেছে রিয়েল লাইফেও। একথা অবশ্য, একেবারেই মানতে নারাজ দুজনে। তবে সম্প্রতি, অবশ্য অভিনেত্রীর একটি পোস্ট ফের উসকে দিল তাঁর প্রেমের জল্পনা।
রাফ অ্যান্ড টাফ চেহারাতেই দর্শক দেখতে অভ্যস্ত অঙ্কিতা মল্লিককে। তবে এবারে তিনি লাস্যময়ী। পরে আছেন একটি কালো ক্রপ টপ। আর চেক প্রিন্টের স্কার্ট। যাতে আবার হাঁটু অবধি স্লিট। চুল ছাড়া, বেশ লাজুক লাজুক মুখ।
আরও পড়ুন: ‘ভগবানকে ধন্যবাদ…’ নাতাশার ইনস্টা স্টোরিতে বাড়ল ডিভোর্সের জল্পনা, বউয়ের থেকে কত ছোট হার্দিক?
তবে ছবিতে যে দুটি জিনিস নজর কাড়ল, তা হল অঙ্কিতার হাতে থাকা দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা, ‘আকাশে বাতাসে ভালোবাসা, আপনি কিসের খোঁজ করছেন?’ অপরটি আরও সাংঘাতিক! সেখানে লেখা, ‘তুমি কি কিছু মনে করবে, যদি আমি একটা চুমু খাই?’
অঙ্কিতার এই পোস্টে এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘এই প্ল্যাকার্ডগুলো এখটু রহস্যময়’। দ্বিতীয়জন লেখেন, ‘কারও সঙ্গে ডেট ছিল নাকি?’ তৃতীয়জন লেখেন, ‘মনে হচ্ছে, প্রেমে পড়েছ’।
আরও পড়ুন: জাহির খানের বউ সাগরিকা-র সঙ্গে ডিনারে বিরাট, ছেলে-মেয়ে নিয়ে অনুষ্কা একা বাড়িতে?
এর আগে স্বয়ম্ভু থুরি সৌম্যদীপ এক সংবাদমাধ্যংকে জানিয়েছিলেন, তাঁরা কেবলই বন্ধু। তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। জগদ্ধাত্রী করতে গিয়ে তাঁদের মধ্যে ভালো সম্পর্ক, বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। অনস্ক্রিন স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই সুন্দর সিরিয়ালে, যে লোকে বাস্তবেও ভাবছে তাঁরা কাপল।
আরও পড়ুন: ইসলামের টানে অভিনয় ছাড়েন জায়রা! বাবার মৃত্যুর খবর ভাগ করে লিখলেন, ‘আল্লা ক্ষমা করুক…’
আর অঙ্কিতা বলেছিলেন, ‘রিল আর রিয়েল দুটো কিন্তু আলাদা। আমরা একসঙ্গে রিলস বানাই, ট্রেন্ডিং গানে নাচ করি। কিন্তু তাঁর বাইরে আমাদের মধ্যে কিছু নেই।’
এর আগে ঘরে ঘরে জি বাংলাতে জগদ্ধাত্রী নায়িকা জানিয়েছিলেন, সিরিয়াল দেখে বাস্তবেও নাকি অনেকেই তাঁকে ভয় পান। অনেকেই আজকাল এগিয়ে এসে কথা বলতে চান না! নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন তিনি। স্পষ্ট করেন, তাঁর ফোকাস এখন পুরোপুরি কাজে।