অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের প্রেমের বয়স ১১। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি তাঁরা। সেই অঙ্কুশই কি না অন্য নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে ধরা পড়লেন ঐন্দ্রিলার হাতে! সবটা হয়েছে ডান্স বাংলা ডান্সের সেটে। অতিথি বিচারক হিসেবে সেটে আসা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু মাখোমাখো হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ও মা, সেটে আচমকাই চলে আসেন ঐন্দ্রিলা সেন। দেখে ফেলেন পূজার চারপাশে অঙ্কুশের ঘুরঘুর করা। এদিকে আচমকা সামনে প্রেমিকাকে দেখে চমকে যান অঙ্কুশ নিজেও… তারপর যা হল দেখে নিন নিজেই।
আসলে সবটাই হয়েছে মজার ছলে। এমনিতে পূজা আর তাঁর স্বামী কুণাল বর্মার সঙ্গে গলায়-গলায় বন্ধুত্ব অঙ্কুশ-ঐন্দ্রিলার। পূজা-কুণালের গোয়ার ডেস্টিনেশন বিয়েতেও হাজির ছিলেন এই দুই তারকা। এমনকী, পূজার ছোট্ট ছেলে কৃশিবও নাকি খুব ঐন্দ্রিলার ভক্ত। আরও পড়ুন: মিডিয়ার সামনেই ১ বছরের পুরনো বর রণবীরকে চুমু খেলেন আলিয়া, ভিডিয়ো নিয়ে হইচই
লাভ ম্যারেজ সিনেমার প্রোমোশনেই বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে এসেছিলেন। ম্যাজিকের পর ফের একবার রিল লাইফের জুটিকে দেখা যাবে রিয়েল লাইফে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবির গল্পেও রয়েছে চমকের পর চমক। কারণ এখানে শুধু নায়িক-নায়িকার প্রেম নেই। নায়কের বাবা আর নায়িকার মায়ের প্রেমও রয়েছে। আছে বাবা-ছেলের আর মা-মেয়ের সম্পর্কের নানা রসায়ন। অর্থাৎ এক টিকিটে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি, অপরাজিতা আঢ্য আর রঞ্জিত মল্লিকের কেমিস্ট্রিও দেখতে পাবে দর্শক। আরও পড়ুন: বিয়ের পর প্রথম জন্মদিন! বউ মোহরের কাছ থেকে কী উপহার পেলেন দুর্নিবার?
ছবির প্রোমোশনে প্রথম থেকেই চমক রেখেছেন এই জুটি। আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাঁদের রিয়েল লাইফের প্রেম। কখনও বিয়ের আভাস দিয়ে, কখনও বিচ্ছেদের, সিনেমার প্রচার বেশ চমক দিয়েই চালিয়ে গিয়েছেন। এখন দেখার তা বক্সঅফিসে কতটা ছাপ ফেলতে পারে।
কারণ পয়লা বৈশাখের শুভ সময়ে আরও দুটো বাংলা ছবি এসেছে বক্স অফিসে। যার মধ্যে রয়েছে ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’ আর জিতের হিন্দি-বাংলা দ্বৈত ভাষায় তৈরি হওয়া ছবি ‘জুবিলি’। আর হল আর টিকিট বিক্রির সংখ্যায় আপাতত এগিয়ে সকলের প্রিয় একেনবাবুই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)