বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra-Oindrila Sen: প্রেমে ধোঁকা! অন্য নায়িকার সঙ্গে রোম্যান্সে মজে অঙ্কুশ, হাতেনাতে ঐন্দ্রিলা ধরতেই…

Ankush Hazra-Oindrila Sen: প্রেমে ধোঁকা! অন্য নায়িকার সঙ্গে রোম্যান্সে মজে অঙ্কুশ, হাতেনাতে ঐন্দ্রিলা ধরতেই…

কার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে ঐন্দ্রিলার কাছে ধরা খেলেন অঙ্কুশ! (ছবি-ইনস্টাগ্রাম)

আপাতত অঙ্কুশ আর ঐন্দ্রিলা দুজনেই ব্যস্ত তাঁদের ছবি ‘লাভ ম্যারেজ’-এর প্রোমোশনে। তাঁরই ফাঁকে কার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে প্রেমিকার কাছে ধরা পড়লেন অঙ্কুশ?

অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেনের প্রেমের বয়স ১১। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি তাঁরা। সেই অঙ্কুশই কি না অন্য নায়িকার সঙ্গে রোম্যান্স করতে গিয়ে ধরা পড়লেন ঐন্দ্রিলার হাতে! সবটা হয়েছে ডান্স বাংলা ডান্সের সেটে। অতিথি বিচারক হিসেবে সেটে আসা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু মাখোমাখো হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ও মা, সেটে আচমকাই চলে আসেন ঐন্দ্রিলা সেন। দেখে ফেলেন পূজার চারপাশে অঙ্কুশের ঘুরঘুর করা। এদিকে আচমকা সামনে প্রেমিকাকে দেখে চমকে যান অঙ্কুশ নিজেও… তারপর যা হল দেখে নিন নিজেই।

আসলে সবটাই হয়েছে মজার ছলে। এমনিতে পূজা আর তাঁর স্বামী কুণাল বর্মার সঙ্গে গলায়-গলায় বন্ধুত্ব অঙ্কুশ-ঐন্দ্রিলার। পূজা-কুণালের গোয়ার ডেস্টিনেশন বিয়েতেও হাজির ছিলেন এই দুই তারকা। এমনকী, পূজার ছোট্ট ছেলে কৃশিবও নাকি খুব ঐন্দ্রিলার ভক্ত। আরও পড়ুন: মিডিয়ার সামনেই ১ বছরের পুরনো বর রণবীরকে চুমু খেলেন আলিয়া, ভিডিয়ো নিয়ে হইচই

লাভ ম্যারেজ সিনেমার প্রোমোশনেই বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে এসেছিলেন। ম্যাজিকের পর ফের একবার রিল লাইফের জুটিকে দেখা যাবে রিয়েল লাইফে। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই ছবির গল্পেও রয়েছে চমকের পর চমক। কারণ এখানে শুধু নায়িক-নায়িকার প্রেম নেই। নায়কের বাবা আর নায়িকার মায়ের প্রেমও রয়েছে। আছে বাবা-ছেলের আর মা-মেয়ের সম্পর্কের নানা রসায়ন। অর্থাৎ এক টিকিটে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি, অপরাজিতা আঢ্য আর রঞ্জিত মল্লিকের কেমিস্ট্রিও দেখতে পাবে দর্শক। আরও পড়ুন: বিয়ের পর প্রথম জন্মদিন! বউ মোহরের কাছ থেকে কী উপহার পেলেন দুর্নিবার?

ছবির প্রোমোশনে প্রথম থেকেই চমক রেখেছেন এই জুটি। আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে তাঁদের রিয়েল লাইফের প্রেম। কখনও বিয়ের আভাস দিয়ে, কখনও বিচ্ছেদের, সিনেমার প্রচার বেশ চমক দিয়েই চালিয়ে গিয়েছেন। এখন দেখার তা বক্সঅফিসে কতটা ছাপ ফেলতে পারে।

কারণ পয়লা বৈশাখের শুভ সময়ে আরও দুটো বাংলা ছবি এসেছে বক্স অফিসে। যার মধ্যে রয়েছে ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’ আর জিতের হিন্দি-বাংলা দ্বৈত ভাষায় তৈরি হওয়া ছবি ‘জুবিলি’। আর হল আর টিকিট বিক্রির সংখ্যায় আপাতত এগিয়ে সকলের প্রিয় একেনবাবুই।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP কেউ পড়তে চায় না, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করল বাংলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.