১৪ ফেব্রুারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিনই নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ হাজরা। এবার আসছে অঙ্কুশের নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। আর অবশেষে ৮ মার্চ নারী দিবসেই সামনে এল সেই ছবির প্রথম পোস্টার। আর ১৬ মার্চ অবশেষে বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে সেই ছবির শ্যুটিং শুরু করলেন অঙ্কুশ।
ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগে বাবা প্রদীপ হাজরা ও মা রমা হাজরার পা ছুঁয়ে প্রণাম করতে ও আশীর্বাদ নিতে দেখা যায় অভিনেতাকে। ছেলে পা ছুঁয়ে প্রণাম করা মাত্রই তার গালে স্নেহের চুম্বন এঁকে দেন অভিনেতার বাবা-মা। সেই সুন্দর মুহূর্তটি উঠে এসেছে টলি অনলাইনের ইনস্টাগ্রামে। প্রসঙ্গত, এই ছবির জন্য আরও একবার 'মির্জা'র পরিচালক সুমিত সাহিলের সঙ্গেই আরও একবার জুটি বাঁধছেন অভিনেতা।
আরও পড়ুন-ছোট্ট অনীকের গানে মুগ্ধ! এবার দাদার ইন্টারভিউতে এসে সরগম শোনাল ২ বছরের ভাই..
এদিকে এই ভিডিয়োর নিচে অঙ্কুশকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছে তাঁর বহু অনুরাগী। কেউ লিখেছেন, ‘আব তো ফিল্ম হিট হ্যায় ভাই।’ বেশ কিছু লোকজন লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা’। কেউ আবার ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছে। তবে তার মাঝেও কিছু লোকজন ট্রোল করতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘কই পায়ে তো হাত দিলেন না তো’। কারোর কটাক্ষ 'আবার সিরিয়াল বানাচ্ছো অঙ্কুশ দা'।
প্রসঙ্গত ৩ দিন আগেই ছিল এই ছবির শুভমহরৎ। যেখানে ছেলে তৃষাণজিৎকে নিয়ে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও অঙ্কুশের পাশে তাঁর বাবা-মা ও বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেন তো ছিলেনই।
এর আগে ছবির পোস্টার শেয়ার করে একটা ছোট্ট প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অঙ্কুশ, লিখেছেন, ‘নারীদের মন বোঝার জন্যে পুরুষদের কি দরকার ? সঠিক মন ? উপস্থিত বুদ্ধি ? নাকি ……ঈশ্বরের দেওয়া কোনও শক্তি? #narichoritrobejayejotil এই বাক্যটা যে কতটা সঠিক সেটা জানতে সকল নারী ও পুরুষরা প্রেক্ষাগৃহে চলে আসবেন । দিনক্ষণ শীঘ্রই বলে দেওয়া হবে।’
'নারী চরিত্র বেজায় জটিল'-এর ফার্স্ট লুক পোস্টারে অবোধ ঝন্টু (অঙ্কুশ) কে রাস্তায় কানে আঙুল দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তখন তাঁর ঠিক পিছনেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঐন্দ্রিলা সেন। পোস্টারে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কেও। এরা সকলেই এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটির প্রযোজনা করছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। এটা একটা রম-কম ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ছবি বলে জানা যাচ্ছে।