অঙ্কুশ হাজরা এদিন আস্ক মি এনিথিং সেশন করছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে চেয়ে বসলেন টাকা। কিন্তু অভিনেতার সেই ভক্ত কী এমন চেয়েছিলেন তাঁর কাছে? কেনই বা টাকা চাইলেন অভিনেতা? আসলে আমরা এখন যে যুগে দাঁড়িয়ে আছি সেখানে কোনও কিছুই বিনে পয়সায় পাওয়া যায় না। সেটাই এদিন অঙ্কুশ তাঁর ভক্তকে বুঝিয়ে দিলেন। কিন্তু বিষয়টা ঠিক কী ঘটেছিল?
ভক্তের থেকে টাকা চাইলেন অঙ্কুশ!
অঙ্কুশ হাজরার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এক ভক্ত। অভিনেতা এদিন আরও অনেক অভিনেতার মতোই ফাঁকা সময় আস্ক মি এনিথিং সেশন করেছিলেন। সেখানেই তিনি তাঁর একাধিক ভক্তের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। এখানেই এক ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে চান। তখন অভিনেতা জানিয়ে দেন তাঁর দেখা পেতে গেলে দিতে হবে টাকা। কত সেটাও বলে দেন।
আরও পড়ুন: হাসি, কান্না, অ্যাকশনে ভরা ডঙ্কির ট্রেলার, পুরোটাই রাজু স্যারের ভিশন, অকপট শাহরুখ
এদিন অঙ্কুশের সেই ভক্ত লেখেন, 'তোমার সঙ্গে একবার বসার ইচ্ছে আছে। প্লিজ উত্তর দিও আমায়।' উত্তর অঙ্কুশ তাঁকে সাফ জানিয়ে দেন। প্রতি সাক্ষাতের জন্য তিনি ৫০০ টাকা করে নেবেন। যদিও পুরোটাই মজা করে লিখেছেন তিনি।
অঙ্কুশ যে ঠিক কতটা মজা করতে ভালোবাসেন সেটা সকলেই জানেন। ডান্স বাংলা ডান্সের মঞ্চ তিনিই হাসি মজায় মাতিয়ে রাখতেন। এদিনও তিনি তাঁর একাধিক ভক্তকে এভাবেই মজার ছলে উত্তর দিয়েছেন। শুধুই কি তাই এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছেন তিনি আগামীতে বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির সঙ্গে অভিনয় করতে চান।
অঙ্কুশের প্রজেক্ট
অঙ্কুশকে শেষবার কুরবান ছবিতে দেখা গিয়েছে। তাঁর বিপরীতে এখানে প্রিয়াঙ্কা সরকার অভিনয় করেছিলেন। তবে বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি। অভিনেতা নিজেই অবশ্য সেই কথা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন। তাঁর কথায় তাঁর ছবি যে হলে চলছে সেখানে মাছি উড়ছে, অর্থাৎ কোনও দর্শক হয়নি। আগামীতে অভিনেতাকে মির্জা ছবিতে দেখা যাবে। ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবিটি।