নায়করা নিজেদের ধরে রাখার জন্য যে বেশ কঠিন ডায়েট করেন। চরিত্রের খাতিরে ওজন কমাতে বা বাড়াতে হলেও বেশির ভাগ সময়ই তাঁরা নিয়ম মেনে চলেন। কিছু কিছু অভিনেতা এমনও আছেন, যাঁরা কঠিক ডায়েট আর শরীরচর্চার মাধ্যমে নিজেদের চেহারার ধরন একেবারে পাল্টে ফেলেছিলেন। টলি-পাড়ার তেমনই একজন হিরো হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অভিনীত 'ভিলেন' ছবির আগে ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে একেবারে নিজের ভোল বদলে ফেলেছিলেন নায়ক। কিন্তু এবার তিনিই কিনা ফুটপাতের দোকানে বসে রুটি তরকা খেলেন!
শনিবার রাতে একটি ভিডিয়ো পোস্ট করেন অঙ্কুশ। সেখানে তিনি জানান, কালনায় তাঁর শো, কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই খিদে পেয়ে যাওয়ায় ফুটপাতের দোকানে বসে ডিম-ভুর্জি থেকে শুরু করে রুটি, তরকা খাচ্ছেন অভিনেতা। সঙ্গে ভিডিয়োতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমারা অনেক সময় ফাইফ স্টার, সেভেন স্টার এইসব খুঁজি, কিন্তু খাবারের আসল স্বাদ কোথায় মেলে তা আপনাদের আজ দেখাচ্ছি…’ এরপরই অভিনেতা সেই দোকানটি ঘুরে দেখান। পাশাপাশি তিনি জানান যে, এর আগেও তিনি এই দোকানে এসে খাবার খেয়েছেন। তিনি বলেন, 'এখানে আমি আগেও এসেছি। খুব সম্ভবত ২০১৯-এ। সেই বারও কালনায় আমার অনুষ্ঠান ছিল। তখনও এখানে এসে রুটি তরকা এইসব খেয়েছিলাম।'
আরও পড়ুন: 'মুফাসা: দ্য লায়ন কিং’-এও অব্যহত শাহরুখ-ম্যাজিক! পিছনে ফেলে দিলেন হলিউড তারকাদের
অভিনেতা জানান কলকাতার বাইরে গেলেই মাঝে মাঝে তিনি এইসব দোকানের খাবার চেখে দেখেন। তাঁর কথায়, ‘ বিশ্বাস করুন যে কোনও বড় বড় হোটেল, সেখানের খাবারের সব কঠিক কঠিন নাম, যা উচ্চারণও করা যায় না, তার থেকে খাবারের আসল স্বাদ কিন্তু পাওয়া যায় এই জায়গাগুলোতেই।’ তারপর ভিডিয়োতে তাঁকে খেতেও দেখা যায়। খাবারের সঙ্গে তিনি পেঁয়াজ লঙ্কাও চেয়ে নেন। অভিনেতা ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘কালনা পৌঁছনোর আগে একটু রুটি তড়কা।’
আরও পড়ুন: পায়ে চোট রশ্মিকার, বন্ধ 'সিকান্দর' ছবির কাজ! কবে সেটে ফিরবেন সলমনের নায়িকা
অঙ্কুশের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা কমেন্টে ভরিয়ে দেন। একজন বলেন, ‘এইভাবেই মানুষের সঙ্গে মিশুন, অনেক শান্তি পাবেন।’ আর একজন লেখেন, 'একদম সাদা-সিধা হিরো।' অন্য একজন ভক্ত লেখেন, একদম ঠিক বলেছো দাদা, আসল স্বাদ রাস্তার ধারের এইসব দোকানগুলোতেই।' তাঁর আর এক কালনাবাসী ভক্ত তাঁকে সেখানকার বিখ্যাত মিষ্টি চেখে দেখতে বলেন। তিনি বলেন, দাদা আমাদের কালনার মাখা সন্দেশ খেয়ে দেখো আশা করি ভালো লাগবে।'