দুরন্ত গতি প্রাণ কাড়ল অঙ্কুশ হাজরার সহ-অভিনেতার। মির্জা খ্যাত এই অভিনেতা এদিন সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন। জানা গিয়েছে মৃতের নাম আজাদ শেখ। বছর ৩৫ এর আজাদ শনিবার সকাল সকাল বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বিমান ছেড়ে মায়ের প্রচার গাড়ির চালকের আসনে শিবেন্দ্র, ছেলেকে পাশে পেয়ে আত্মবিশ্বাসে ডগমগ জুন
দুর্ঘটনার কবলে অঙ্কুশ হাজরার সহ-অভিনেতা
সোনারপুরের আড়াপাঁচে দুরন্ত গতিতে বাইক চালাতে গিয়ে মৃত্যু হয় আজাদ শেখের। শনিবারই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিন পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁর দেহ।
কিন্তু কী হয়েছিল? মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে এদিন ভোর চারটে নাগাদ আজাদ তাঁর বাড়ি অর্থাৎ সোনারপুরের জগদীশপুর নামক এলাকা থেকে তাঁর মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনই বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারেন আজাদ। দুর্ঘটনার প্রবলতা এতটাই বেশি ছিল যে বাইকের সামনের চাকা খুলে বেরিয়ে যায়। ভেঙে গিয়েছে বাইকের সামনের অংশও। এরপর পুলিশ খবর পেয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: 'যাকেই ভালো লাগে সেই...' টেলি দুনিয়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি, কেন বিয়ে করলেন না ঋ?
পরিবারের তরফে জানানো হয়েছে অঙ্কুশ হাজরার মির্জা ছবিতে আজাদ এবং তাঁর বাবা দুজনেই কাজ করেছেন। কিছুদিন পরই গোটা পরিবারের সঙ্গে তাঁর মামাবাড়ি যাওয়ার কথা ছিল। এদিন কারও কথা শুনেই তিনি রওনা দেন। প্রসঙ্গত চলতি মাসের ২০ তারিখ আজাদের ছেলের জন্মদিন। তাঁর আগেই সেই খুদে তার বাবাকে হারাল। ৯ বছরের এক সন্তানের বাবা ছিলেন আজাদ।