অঙ্কুশ হাজরা বরাবরই ভীষণ মজার কথা বলেন। সেই কারণেই বোধহয় তাঁর অনুরাগীরা তাঁর অভিনয় ছাড়াও তাঁকে এত বেশি পছন্দ করেন। আর মজা করেই অনেক সত্যি কথা বলে দেন। কিন্তু এটা কি জানেন টলিউডের মির্জা খুব ভালো গানও গান? হ্যাঁ, একেবারেই তাই। আর এবার সেই গানে গানেই তিনি তাঁর সহ অভিনেতা এবং অভিনেত্রীদের ব্যাখ্যা করলেন।
আরও পড়ুন: দেশজুড়ে ২০টির বেশি বাড়ি, ফের ১০ কোটি দিয়ে নয়া ফ্ল্যাট কিনলেন আমির! কেমন দেখতে সেই বাড়ি?
সহঅভিনেতা, অভিনেত্রীদের নিয়ে কী বললেন অঙ্কুশ?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা গানে গানে বা সিনেমার সংলাপ দিয়ে তাঁর সহঅভিনেতা এবং অভিনেত্রীদের ব্যাখ্যা করেন। সেখানেই তিনি পড়শি মিমি চক্রবর্তীকে 'চাঁদ কা টুকরা' বলে ব্যাখ্যা করেন। দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'চ্যালেঞ্জ নিবি না শালা।' আর সকলেই জানেন তিনি নুসরত জাহানকে বিশেষ পছন্দ করেন না। তাই তাঁর নাম উঠতেই 'ভাগ ভাগ ডিকে বোস' গানটি গেয়ে ওঠেন।
তবে সেসব তো এক রকমের এদিন তাঁকে যখন তাঁর প্রেমিক ঐন্দ্রিলা সেনের জন্য গান ডেডিকেট করতে বলা হয় তিনি ফুলো কা তারো কা সবকা কেহনা হ্যায় এক হাজারো মে মেরা বেহেনা হ্যায় গানটি গেয়ে শোনান। অর্থাৎ এখন যেন ঐন্দ্রিলা তাঁর প্রেমিকার থেকে বেশি বোন হয়ে গিয়েছেন! তাঁর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: সোহম মজুমদারের সঙ্গে প্রেম চর্চা তুঙ্গে, জল্পনা উসকে শোলাঙ্কি বললেন, 'যখন সময় হবে...'
সিরিয়াল করা নিয়ে কী বললেন অঙ্কুশ?
এদিন একই সঙ্গে অঙ্কুশ জানিয়ে দেন তিনি কখনই সিরিয়াল করতে পারবেন না। ওভাবে এক টানা কাজ তাঁর পক্ষে সম্ভব নয়। অভিনেতার কথায়, 'ঐন্দ্রিলা যেহেতু সিরিয়াল করত তাই নিজের চোখে দেখেছি ওর কঠিন পরিশ্রম আর ডেডিকেশন। ওই রোজ শ্যুটিংয়ে গিয়ে ১২, ১৮ ঘণ্টা কাজ করা, এমনকি টানা ৪৮ ঘণ্টা শ্যুটিং করতেও দেখেছি ওকে, তো সেটা আমি পারব না। আমার দ্বারা এভাবে হবে না।'
তিনি আরও জানান, 'আমি একটা সিনেমার শ্যুটিং করলাম। ২০-২২ দিন শ্যুটিং করলাম তারপর ২-৩ মাস ছুটি পরের সিনেমা নিয়ে ভাবছি ওই সময় তারপর আবার শ্যুটিং করলাম এটা ঠিক আছে। ওই গ্যাপ না পেলে আমি মরে যাব।'