অঙ্কুশ হাজরাকে নানা সময় সিনেমায় কৌতুক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সে বিবাহ অভিযান হোক বা আবার বিবাহ অভিযান বা অন্য ছবি, অঙ্কুশ হাজরা কমিক চরিত্রে ধরা দিয়েছেন। তবে এবার আর কমিক চরিত্র বা কমেডি ছবি নয়, স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে আসছেন অভিনেতা।
স্ট্যান্ড আপ কমেডি শোতে অঙ্কুশ
জানা গিয়েছে কলকাতা কমেডি কেত্তন নিয়ে আসছে অঙ্কুশ হাজরা। আগামী ২০ ডিসেম্বর এই স্ট্যান্ড আপ কমেডি শো অনুষ্ঠিত হবে। কলা মন্দিরে বসবে হাসি মজার আসর। শালিমারের বঙ্গ ব্যঙ্গ এই কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?
আরও পড়ুন: ‘টেকনিক্যালি খারাপ বলে পায়েল কাপাডিয়ার ফিল্মকে অস্কারে পাঠাইনি', বললেন ভারতের জুরি প্রধান জাহ্নু
কলকাতা কমেডি কেত্তন অনুষ্ঠানে অঙ্কুশ হাজরার সঙ্গে পারফর্ম করবেন অনিন্দ্য সেনগুপ্ত সহ সৌরভ পালোধী, আর জে দেবী, প্রমুখ। কিছুদিন আগেই অঙ্কুশ হাজরা গান প্র্যাকটিস করার ভিডিয়ো পোস্ট করেছিলেন। যদিও সেটা এই শোয়ের জন্য কিনা সেটা জানা যায়নি।
কলকাতা কমেডি কেত্তন শোয়ের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে টিকিটের দাম শুরু হচ্ছে ৪৯৯ টাকা দিয়ে। আর গোল্ড বিভাগে বসে এই শো উপভোগ করতে চাইলে খরচ করতে হবে ৫৯৯ টাকা। অঙ্কুশ নিজে এদিন তবে এই শোয়ের খবর শেয়ার করেছেন। স্বাভাবিক ভাবেই অভিনেতাকে তাঁর চেনা গন্ডির বাইরে অন্য রূপে পেয়ে যারপরনাই খুশি তাঁর অনুরাগীরা। যদিও এর আগে অভিনয়ের পাশাপাশি একাধিক রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করতে। দেখা গিয়েছে অঙ্কুশ হাজরাকে।
আরও পড়ুন: ‘অন্য ভাষার ছবির জন্য অ্যাডভান্স বুকিং...’ খাদান নিয়ে দেবের সাফাই!
অঙ্কুশ হাজরার কাজ
অঙ্কুশ হাজরাকে শেষবার মির্জা ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিটি তাঁর প্রযোজিত প্রথম ছবি ছিল। এখানে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রমুখকে দেখা গিয়েছিল।