বাংলা নিউজ > বায়োস্কোপ > বিয়ে করবেন না প্রযোজনা সংস্থা খুলবেন? অঙ্কুশের ‘বড় ঘোষণা’র অপেক্ষায় ভক্তরা

বিয়ে করবেন না প্রযোজনা সংস্থা খুলবেন? অঙ্কুশের ‘বড় ঘোষণা’র অপেক্ষায় ভক্তরা

প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন অঙ্কুশ। 

Ankush Hazra: শনিবার অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় দিলেন বড় ঘোষণা করার খবর। কী সেটা তা জানার জন্য আর একটুখানি অপেক্ষা!

দেব-জিতের দেখানো পথে হাটতে চলেছেন অঙ্কুশ হাজরাও? তবে কি এবার তাঁকেও দেখা যাবে প্রযোজক হিসেবে? সেরকমই ইঙ্গিত মিলছে। শনিবার সোশ্যাল পোস্ট দেন অভিনেতা, যাতে জানান ১৫ অগস্ট অর্থাৎ সোমবার করবেন একটা বড় ঘোষণা। সেটা কী, এখন তাই জানার অপেক্ষা। 

অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটা যে শুধু একটা বড় ঘোষণা তা না বা খুব বিশেষ একটা জিনিস যা আমি আপনাদের জানাতে চাই। কিন্তু একটা কথা আমি বলতে পারি এই ঘোষণার সবচেয়ে বড় দিক হল দর্শক আর ভক্তদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হত না, যা ১২ বছর ধরে পেয়ে এসেছি। আপনাদের সকলকে ভালোবাসি, আরও আরও কঠোর পরিশ্রম করব আপনাদের বিনোদন দিতে। ১৫ অগস্ট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।’

আর এর থেকে অনেকেরই ধারণা এবার টলিউডে প্রযোজক হিসেবে দেখা মিলবে অঙ্কুশের। টলিপাড়ার অন্দরের খবর সব কিছু এক্কেবারে তৈরি। খুব জলদি আসছে ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’। প্রথম ছবিও  মোটামোটি তৈরি। নাম হতে চলেছে ‘মির্জা’। পরিচালক সুমিত-শাহিল। আরও পড়ুন: শেরশাহ থেকে দঙ্গল-চক দে ইন্ডিয়া, সিনেমার এই দৃশ্যগুলি দেখলে এখনও গায়ে কাঁটা দেয়

এই ছবির নাম-ভূমিকায় থাকবেন অঙ্কুশ নিজেই। অ্যাকশন-প্যাকড রোলে আসবেন বড় পরদায়। সেপ্টেম্বরে হয়তো ছবির শ্যুটও শুরু হয়ে যাবে।

দেব, জিৎ, বনি-কৌশানি-সহ অনেকেরই নিজের প্রযোজনা সংস্থা রয়েছে টলিউডে। বলিউডেও বহু তারকা অভিনয়ের পাশাপাশি সামলান প্রযোজনার কাজ। আর সাফল্যও পেয়েছেন। এখন দেখার অঙ্কুশের তরফে নতুন কী চমক আসে। আরও পড়ুন: নেভির জাহাজে বন্দুক হাতে কার্তিক আরিয়ান, নাচলেন ভাঙ্গরা, শিখলেন রুটি তৈরি

শ্যুটের জন্য প্রায় দু'মাস লন্ডনে কাটিয়ে গত মাসে শহরে ফিরেছেন অঙ্কুশ। এসকে মুভিজের প্রযোজনায় সেখানে তিনটি ছবির শ্যুট সেরেছেন তিনি। ওগো বিদেশিনী, স্যান্টা, চন্দ্রবিন্দু- এগুলির মধ্যে শেষ দু'টিতে প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে দেখা যাবে তাঁকে।

দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক জনৈক অনুরাগী অঙ্কুশকে প্রশ্ন করেছিল, কোন দক্ষিণী ছবিতে কাজ করতে চান তিনি। কারণ এমনিতেই তো এখন চারদিকে সাউথের ছবিরই রমরমা। তাই এরকম প্রশ্ন আসা স্বভাবিকই। তবে জবাব আসে অবাক করা। অঙ্কুশ সেই ভক্তের প্রশ্নের জবাবে লেখেন, ‘আমায় নেবে না গো। আমাকে ওরা নেবে না। আর যদি বাংলায় বলো তো প্রচুর রিমেক তো করেছি। আর কত করব।’

বন্ধ করুন