'আমি আমার হাজব্যান্ডকে ম্যানেজ করে নেব, তুই একটু ঐন্দ্রিলাকে ম্যানেজ করে নে।' কথাগুলো অঙ্কুশকে বলছিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। শোনা মাত্রাই রাজি হয়ে গেলেন অঙ্কুশ। জোর গলায় বললেন, ‘ঐন্দ্রিলাকে ম্যানেজ করতে হবে! সোজা গিয়ে বলে দেব পূজা ইন, তুমি আউট…’ অঙ্কুশ যখন কথাগুলো বলছিলেন, তখন ঘুণাক্ষরেও তিনি টের পাননি যে পিছনে এসে দাঁড়িয়ে পড়েছেন ঐন্দ্রিলা। পিছন থেকে একহাতে অঙ্কুশের ঘাড় ধরে বসলেন। শুভশ্রী তাঁকে জানালেন, অঙ্কুশ পূজাকে বলেন, ‘মাই পুজি…’। ঐন্দ্রিলা শুনে 'ও পুজি…' বলে চেঁচিয়ে উঠলেন। অঙ্কুশ ততক্ষণে ঘাবড়ে গিয়ে কুপোকাত। এরপর বোতল ভর্তি জল অঙ্কুশের মাথায় ঢেলে দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। আর এসবই হচ্ছিল 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে।
তবে এখানেই শেষ নয়, মিঠুন অঙ্কুশের মাথায় জল ঢালতেই ঘট আরেক কাণ্ড। উঠে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা পূজা বন্দ্যোপাধ্যায়কে ফের জড়িয়ে ধরলেন অঙ্কুশ। বললেন তিনি নাকি স্বপ্ন দেখছিলেন, শ্যাওড়া গাছের পেত্নী এসে তাঁর থেকে পূজাকে কেড়ে নিতে চাইছিল। পূজা বললেন, ‘পেত্নী নয়, পত্নী’। পরে শ্রাবন্তী মনে করালেন, এটা স্বপ্ন হলেও সত্যি। আর তখনই ভোল বদল করলেন অঙ্কুশ। সঙ্গে পূজা থেকে বদলে বললেন 'পূজা দিদি'। এরপর ঐন্দ্রিলা অঙ্কুশের চেয়ারে বসে ঐন্দ্রিলা জানালেন, ‘তাঁর জায়গা যেখানে বাড়িতে থাকে, এখানেও তাই।’ অর্থাৎ বলতে চাইলেন পায়ের তলায়। ঐন্দ্রিলার পায়ের কাছে বসে, ‘শ্রাবন্তী দিদি, শুভশ্রী দিদি, মম দিদি’ বলে সকলের সঙ্গে তাঁর আলাপ করালেন অঙ্কুশ। আর পূজা বন্দ্যোপাধ্যায়কে নিজের মায়ের পেটের বোন বলে উল্লেখ করলেন। অঙ্কুশের কাণ্ড দেখে তখন সকলেই হা হা করে হাসতে শুরু করেছেন। তখনই অঙ্কুশ বললেন, মিঠুন নাকি তাঁর ‘দাদু…এটাই আমাদের পরিবার’। মিঠুনের কাছে ঐন্দ্রিলা জানতে চাইলেন পরিবারে তো একজনই বেমানান, ওকে কীভাবে সবাই সহ্য করছেন?
আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
এভাবেই অঙ্কুশ-ঐন্দ্রিলার উপস্থিতিতে 'ডান্স বাংলা ডান্স' ডান্সের সাম্প্রতিক পর্ব হয়ে উঠতে চলেছে এমনই মজাদার। চ্যানেল কর্তৃপক্ষের তরফে তারই প্রমো সামনে আনা হয়েছে। প্রসঙ্গত পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার সিনেমা ‘লাভ ম্যারেজ’। তারই প্রচারে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ জমিয়েছিলেন রিলস ও রিয়েল লাইফ কাপল অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই মঞ্চেই তাঁরা জানিয়েছেন বাস্তবেও এই বছরই তাঁরা সাতাপাকে বাঁধা পড়তে চলেছেন।