ধরা যাক আপনি আপনার জন্য সম্মন্ধ দেখতে গিয়েছেন। এবার দেখলেন পাত্র বা পাত্রীর বন্ধু বা ভাই/বোন হয়ে দাঁড়িয়ে আছেন আপনার প্রেমিক/প্রেমিকা? কী চাপ খেলেন? কিংবা ধরা যাক আপনি যাঁকে ভালোবাসেন তাঁকে গোটা পরিবার শুদ্ধ তাঁর বাড়িতে দেখতে গিয়েছেন। এবার দেখা গেল তাঁর মা বা বাবা আপনার বাবা বা মায়ের 'বিশেষ' পরিচিত। দুজনের মনেই পুরনো ব্যথা আছে। এবার? কী ভাবছেন? কী করবেন? তাহলে দেরি না করে ঝটপট প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ছবি লাভ ম্যারেজ দেখে ফেলুন।
বৈশাখ পড়তে না পড়তেই অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের বিয়ের সানাই বেজে উঠল। তবে পর্দায়। কিন্তু পর্দায় বিয়ে হলে কী হবে, টুকটুকে লাল বেনারসি পরে সুন্দর সেজে বিয়ে সারলেন ঐন্দ্রিলা। সিঁদুর পরলেন অঙ্কুশের হাতেই। কিন্তু তাতে কী তাঁদের কম ঝক্কি পোহাতে হল! একে তো নায়কের বাবা লাভ ম্যারেজের ঘোর বিরোধী। (কেন সেটা আন্দাজ করতে পারছেন কি? না পারলে লেখাটা পড়ুন পারবেন!) তায় পেটের রাস্তা দিয়ে যদিও বা তাঁর মনের রাস্তায় এন্ট্রি মিলল সেই দরজা সজোরে এসে বন্ধ করে দিলেন নায়িকার মা। এবার?
কিন্তু একি! গল্প এগোতেই তাঁদের রাগ, মান অভিমান পাল্টে একেবারে গঙ্গার ধারের গদগদ প্রেমে পরিণত হল। এবার? নায়ক নায়িকা হবু পাত্র পাত্রী হওয়ার বদলে কি স্রেফ লিগ্যাল ভাই বোন হয়ে যাবেন? মানে যেটা একটা সময় তাঁদের বাবা মা করলে বায়োলজিক্যাল এখন কি সেটা লিগ্যাল হবে? তাঁদের প্রেম ভোকাট্টা! সেই উত্তর জানতে গেলে তো এই ছবি দেখতেই হবে।
রঞ্জিত মল্লিককে বহুদিন পর পর্দায় দেখে বেশ লাগল। অঙ্কুশের সেন্স অব হিউমার আর কমিক টাইমিং নিয়ে কোনও কথা হবে না। তাঁকে যথাযথ সঙ্গত দিলেন ঐন্দ্রিলা। তাঁদের রিয়েল লাইফ কেমিস্ট্রির ছাপ রিল লাইফেও পড়েছে। অপরাজিতা আঢ্য তো চিররঙিন। তাঁর ওই হাসি আর অভিনয় নতুন করে মন জয় করল। মামার অভিনয়ে দেবনাথ চট্টোপাধ্যায় একদম অ্যাপ্ট! কিন্তু এই ছবির স্টার একজনই। ‘বম্মা’ সোহাগ সেন। তাঁর চরিত্রটার উপস্থিতি এই ছবিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে।
স্রেফ বিনোদন পেতে, মন খুলে হাসতে চাইলে নির্দ্বিধায় এই ছবি দেখে আসুন। মালকোশ শুনতে গিয়ে তক্তাপোশ হতে পারেন বা এমন অনেক কিছুই। তবে এই ছবিতে কিশমিশ আর প্রজাপতির দুইয়ের সঙ্গে বেশ মিল আছে। কিন্তু সেটা মজার জন্য উপেক্ষা করা যায়। তবে যেটা নজরে লাগল ফ্ল্যাটের দরজার লোকেশন। এক একবার দরজাটা এক এক দিকে দেখানো হয়েছে।
প্রিয়জনদের সঙ্গে মন খুলে হাসতে, দুটো ঘণ্টা চুটিয়ে এনজয় করতে চাইলে দেখে আসুন লাভ ম্যারেজ। কিন্তু সেই প্রশ্ন থেকেই গেল, বাস্তবে কবে বিয়ে সারছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?