বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra on DBD: ফের কেল্লাফতে DBD-র, উচ্ছ্বসিত হয়ে পোস্ট অঙ্কুশের! মিঠুন ম্যাজিকেই পেল ৭.৬স্কোর

Ankush Hazra on DBD: ফের কেল্লাফতে DBD-র, উচ্ছ্বসিত হয়ে পোস্ট অঙ্কুশের! মিঠুন ম্যাজিকেই পেল ৭.৬স্কোর

ফের কেল্লাফতে DBD-র, উচ্ছ্বসিত হয়ে পোস্ট অঙ্কুশের

Ankush Hazra on DBD: মাত্র কয়েক সপ্তাহ হল জি বাংলায় ড্যান্স বাংলা ড্যান্স শুরু হয়েছে। এরই মধ্যে এই রিয়েলিটি শো টিআরপিতে একেবারে কামাল দেখিয়ে দিল। চলতি সপ্তাহে ৭.৬ নম্বর স্কোর পেয়েছে এই শো।

রিয়েলিটি শোগুলোর টিআরপি দিন দিন কমছিল। মানুষের মনে সেভাবে প্রভাব ফেলতে পারছি না যে এই শোগুলো সেটা স্পষ্ট ছিল বেশ। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা বেরোল যখন তাতেই ম্যাজিক নজরে এল। ২৩ ফেব্রুয়ারির টিআরপি তালিকা অনুযায়ী জি বাংলার রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্স রীতিমত নজরকাড়া পারফর্ম করেছে। মাত্র কয়েক সপ্তাহ হল এই শো শুরু হয়েছে আর তার মধ্যেই এই ম্যাজিক। সেটা নিয়েই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করলেন অঙ্কুশ।

ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শোটি বহুদিন ধরেই চলে আসছে। এই শোয়ের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। মিঠুন চক্রবর্তী এবার আবার মহাগুরু হয়ে ফিরে এসেছেন। আর মনে করা হচ্ছে সেটাই ম্যাজিকের মতো কাজে দিয়েছে। মাঝে কয়েকটি সিজনে তাঁকে দেখা যায়নি। এবার আবার তিনি মহাগুরুর আসন উজ্জ্বল করে আছেন। আর এবার সেই আনন্দে এতটাই খুশি হয়েছেন অঙ্কুশ যে একটা টুইটই করে ফেললেন।

এই বিষয়ে বলে রাখা ভালো, কিছুদিন আগেই ড্যান্স বাংলা ড্যান্স নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অরিত্র দত্ত বণিক, যিনি কিনা একসময় এই শোয়ের সঞ্চালনা করেছিলেন তিনি সেই শোয়ের সমালোচনা করেন কিছুদিন আগে। যদিও এই রিয়েলিটি শো ছিল তাঁর জীবনের প্রথম সঞ্চালনা। তাঁকে দিয়ে মোটেই চ্যানেল সঞ্চালনা করাতে চায়নি, যদিও পরিচালকরা বলেছিলেন যে তিনি পারবেন। আর সেই কারণেই তাঁর সঙ্গে সেই শো থেকে তাথৈ সহ সুরঙ্গনাদের মতো একাধিক খুদে তারকাকে পাওয়া গিয়েছিল তখন। যদিও এখন তাঁরা সকলেই পূর্ণ বয়স্ক।

তবে যতই সমালোচনা হোক, এই শো যে আবার মানুষের মন জয় করে নিয়েছে, আবার লাইমলাইটে উঠে এসেছে সেটা টিআরপি তালিকা প্রমাণ করে দিয়েছে। দর্শকদের কারণে আবার টিআরপি বেড়েছে এই শোয়ের।

সেই প্রসঙ্গে অঙ্কুশ টুইটারে লেখেন, 'ড্যান্স বাংলা ড্যান্স স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছে। টিআরপি ৭.৬। দারুণ খুশি, গোটা টিমের জন্য আমি গর্বিত। অনেক ভালোবাসা।'

বন্ধ করুন