আজকালকার দিনে অনলাইনে খাবার অর্ডার করা তো নিত্যদিনের ঘটনা। অনেকেই নানান অ্যাপের মাধ্যমে পছন্দের খাবার আনিয়ে থাকেন। তবে এবার অনলাইনেই খাবারের অর্ডার দিয়ে ফ্য়াসাদে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা। মোটেও মনের মতো খাবার পাননি তিনি। আর তাতেই বেজায় বিরক্ত অঙ্কুশ।
গোটা ঘটনাটি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সকলকে জানিয়েছেন অভিনেতা। অঙ্কুশের পোস্টেই স্পষ্ট তিনি পিৎজা অর্ডার করেছিলেন। তবে সেই খাবারের মাঝের অংশটা উধাও। আর তাতেই বিরক্ত অঙ্কুশ ছবি পোস্ট করে লেখেন, ‘ডমিনোজ-এর বেহানা ব্রাঞ্চ থেকে পিৎজা অর্ডার করেছিলাম জোমাটোর মাধ্যমে, এটা পেলাম। মাঝখান থেকে ভলকানো গায়েব।’
তবে অনলাইনে খাবার অর্ডার করে সমস্য়ায় পড়তে হয়েছে এমন ঘটনা নতুন নয়। তবে এই সমস্যা পিৎজা কোম্পানির তরফেই হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ডেলিভারি সংস্থার তরফে এই সমস্যা হওয়ার কথা নয়। কারণ, তাঁরা খালি খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। অঙ্কুশের এই পোস্টের পর জনপ্রিয় এই পিৎজা ব্র্যান্ডের তরফে কোনও জবাব দেওয়া হয় কিনা এখন সেটাই দেখার।
অভিনেতা অঙ্কুশ অবশ্য় সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায়দিনই নানান কিছু সোশ্যালে পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। তাই অনলাইনে অর্ডার করা খাবারে গোলযোগের বিষয়টিও সকলের সামনে তুলে ধরতে ছাড়লেন না।
তবে শুধু অঙ্কুশই নন, অনলাইনে খাবার অর্ডার করে বহুবার সমস্যায় পড়তে হয়েছে বহু লোকজনকে। বেশকয়েক মাস আগের ঘটনা প্রমি শ্রীধর নামে এক নেটিজেন শেয়ার করেছিলেন, তিনি অনলাইনে চকলেট সিরাপ অর্ডার করে তারমধ্যে মরা ইঁদুর পেয়েছেন। বেজায় ক্ষুব্ধ ওই মহিলা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে এমনই টুকিটাকি নানান গণ্ডোগোল, সমস্যার বহু অভিযোগ বহুবার উঠে আসতে দেখা গিয়েছে।
এদিকে কাজের ক্ষেত্রে অঙ্কুশকে নিজের প্রযোজিত ‘মির্জা’ ছবিতে দেখা গিয়েছে।এছাড়াও এসকে মুভিজের আগামী বেশকিছু ছবিতে দেখা যেতে চলেছে অঙ্কুশকে।