প্রি-হানিমুনে গিয়ে ধরা পড়লেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন! বাবা জেনে গেল সব সত্যি। এবার?
আর কিছুদিন পরই লাভ ম্যারেজ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। তাঁরা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছেন। এবার অবশেষে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যদিও বাস্তবে নয়, বড়পর্দায়। তার আগে তাঁরা প্রি হানিমুন সারতে গিয়েছিলেন কোনও সমুদ্র সৈকতে। সেখানকার একটি ভিডিয়ো সম্প্রতি শেয়ার করলেন অভিনেতা।
অঙ্কুশের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে অঙ্কুশ একটি সাদা শার্ট এবং প্যান্ট পরে বিচে প্রেমিকা তথা সহ অভিনেত্রী ঐন্দ্রিলার ছবি তুলছেন। অন্যদিকে অভিনেত্রী একটি মাল্টি কালারের শর্ট জাম্পস্যুট পরে পোজ দিচ্ছেন। এমন অবস্থায় ফোন আসে নায়কের বাবার। এবার!
প্রেমিকাকে ম্যানেজ দিয়ে বাবার ফোন ধরেন অঙ্কুশ। বলেন তিনি নাকি বন্ধুর বাড়িতে। কিন্তু বাবাকে মিথ্যে বলা কি এতই সোজা! সমুদ্রের সোঁ সোঁ হাওয়ার আওয়াজ তাঁর বাবা তথা রঞ্জিত মল্লিক ঠিকই ধরে ফেলেন যে তাঁর ছেলে বন্ধুর বাড়ি নয়, সমুদ্রতটে আছেন। অঙ্কুশ যতই বাবাকে ম্যানেজ করার চেষ্টা করুন না কেন পিছন থেকে ঐন্দ্রিলা তাঁকে ডেকে ওঠেন। তাতেই তাজ্জব বনে যান রঞ্জিত। ফাঁপরে পড়েন অঙ্কুশও। যদিও তিনি কোনও মোট অন্যান্য শব্দ গলা করে গোটা বিষয়টা ম্যানেজ করেন।
এই ভিডিয়ো পোস্ট করে অঙ্কুশ লেখেন 'প্রি-হানিমুন সেকেন্ড পার্ট।' আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি সেই কথাও আরও একবার মনে করিয়ে দেন অভিনেতা।
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্যকে। আগামী ১৪ এপ্রিল, পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে এই ছবি। তবে কেবল পর্দায় নয়, জানা গিয়েছে বাস্তবেও এই বছর আইনি বিয়ে সারতে চলেছেন টলি পাড়ার এই পাওয়ার কাপল।