অঙ্কুশ হাজরা আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই। এমনকী সোশ্যাল মিডিয়াতেও একে-অপরের সঙ্গে মস্করা করার সুযোগ ছাড়েন না। সদ্য একসঙ্গে কাজ করেছেন ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স-এ। বিচারকের আসনে ছিলেন শুভশ্রী। আর সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অঙ্কুশ হাজরা। শ্রাবন্তীও ছিলেন বিচারকের কুর্সিতে।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই ডান্স বাংলা ডান্সের শ্যুটিং করেন শুভশ্রী। এমনকী সেটে সাজিয়ে গুছিয়ে সাধও খাওয়ানো হয় অভিনেত্রীকে। থালায় নানা ধরনের খাবার সাজিয়ে আশীর্বাদ করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।
অল ব্ল্যাক লুকে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ হাজরা। পরে আছেন কালো পাজামা আর পঞ্জাবি। পায়ে কালো জুতো। ক্যাপশনে লিখলেন, ‘যাদের মন সাদা, তাদের শুনেছি কালো কাপড়ে ভালো লাগে।’ আর এই পোস্টের কমেন্টে শুভশ্রী লিখলেন, ‘তাই তোকে একদম মানাচ্ছে না।’ আর এই কমেন্টে এসেই একগাদা হাসির ইমোটিকন দিয়ে গেলেন শ্রাবন্তী।
আপাতত মুক্তির অপেক্ষায় অঙ্কুশ হাজরার কুরবান সিনেমাটি। ছবিতে তাঁর বিপরীতে আছেন প্রিয়াঙ্কা সরকার। এখানে তাঁরা হাসান এবং হিজলের চরিত্রে অভিনয় করবেন। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প দেখ যাবে এখানে। গ্রামীণ প্রেক্ষাপটে মনুষ্যত্বের এক অন্য দিক এই ছবিতে তুলে ধরবেন পরিচালক শৈবাল মুখোপাধ্যায়।
অঙ্কুশ আর প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্যরা। ২৪ নভেম্বর এই সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’ নিয়েও পেয়েছেন প্রশংসা অঙ্কুশ। মির্জা আনছেন, তাও আবার নিজের প্রযোজনা সংস্থা থেকে। যার টিজার দেখে অনেকেই কেজিএফের সঙ্গে তুলনা করছে।
অন্য দিকে, শুভশ্রী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা। ডিসেম্বরেই রাজের পরিবারে আসার কথা আছে নতুন সদস্যের। ২০২০ সালে প্রথম সন্তান ইউভানের জন্ম দেন রাজ-শুভশ্রী। ২০২৩ সালে আসছে আরেক খুদে।
দ্বিতীয়বার মা হওয়ার পর কি কাজ করা কমিয়ে দেবেন শুভশ্রী? এই প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘কাজের ব্যাপারে আমি চুজি। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, যে সব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব, কারণ ডেলিভারির পর শরীরকে সময় দিতে হবে পুরোপুরি সুস্থ হতে।’