বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra: জাহ্নবীর ‘মিলি’র বেঁচে থাকার লড়াই চলছে প্রেক্ষাগৃহে, ভারতে প্রথম দিনের আয় কত

Ankush Hazra: জাহ্নবীর ‘মিলি’র বেঁচে থাকার লড়াই চলছে প্রেক্ষাগৃহে, ভারতে প্রথম দিনের আয় কত

অঙ্কুশ হাজরা কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন?

Ankush Hazra: বাংলা সিনে জগতের অন্যতম বিখ্যাত নাম হল অঙ্কুশ হাজরা। তাঁর আগামী ছবি মুক্তি পাবে ১৮ নভেম্বর, নাম ওগো বিদেশিনী।

আর কয়েকদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরার পরবর্তী ছবি ওগো বিদেশিনী। ১৮ নভেম্বর এই ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এই ছবিতে দেখা যাবে এক বিদেশিনীকে। অ্যালেকজান্দ্রা টেলরকে এই সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে। অঙ্কুশ হাজরা আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান যে অ্যালেকজান্দ্রাকে বিদেশে ওয়ার্কশপ করানো হয়। অভিনেতা এও জানাতে ভোলেন না যে তিনি একজন দক্ষ অভিনেত্রী।

অঙ্কুশ এই ছবি এবং অ্যালেকজান্দ্রার বিষয়ে বলেন যে যেহেতু তিনি একজন বিদেশিনী এবং উনি লন্ডনে থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন তাই অভিনয়টা ভালো বুঝলেও বাংলা ছবিতে তাঁকে ব্যবহার করার সুযোগ কম। কিন্তু অ্যালেকজান্দ্রা যদি টলিউডে কাজ করত, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি একজন ভালো অভিনেত্রীকে পেত এটা বলাই যায়।

অঙ্কুশ হাজরা সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। এবং তিনি জানিয়েছেন আগামী দিনে যাতে টলিউড নতুন নতুন ট্যালেন্টদের কাজ দেখার সুযোগ পায় সেটার চেষ্টা তিনি করবেন। বর্তমানে তিনি একাধিক নতুন ট্যালেন্টের অডিশন নিচ্ছেন বলেও জানান। প্রযোজনা সংস্থা খোলার পর অঙ্কুশ সংযমী হয়েছেন আগের তুলনায় এমনটাই জানিয়েছেন সাক্ষাৎকারে। তিনি স্পষ্ট করেন যে তিনি মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারেন না।

অঙ্কুশ হাজরা তাঁর অন্য আরেকটি ছবি মির্জার জন্য দাড়ি রেখেছেন। এবং জানা গিয়েছে তাঁকে এই একই লুকে দেখা যাবে পরবর্তী ছবি বিবাহ অভিযান ২ তে। কিন্তু আপনি কি জানেন এই সাক্ষাৎকারে অঙ্কুশ কাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে পরিচয় দিয়েছেন?

বিক্রম চট্টোপাধ্যায়কে অঙ্কুশ তাঁর প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। তবে তিনি জানিয়েছেন সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো। প্রতিযোগিতা থাকলে উন্নতির সুযোগ থাকে। এছাড়া অকপটে অভিনেতা জানান যে কিছু ক্ষেত্রে তিনি বিক্রমকে হিংসে করেন বটে, কারণ তিনি ভালো কাজ পেলে মনে করেন এই কাজের সুযোগ অঙ্কুশ নিজে পেলে ভালো হতো।

অঙ্কুশ রাজনীতিতে আসবেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি শ্যুটিং এবং বাড়ি মাঝে মধ্য শো, বিজ্ঞাপনের শ্যুটিং, ফিতে কাটা এসবের বাইরে কিছু বোঝেন না। আর বিয়ের ব্যাপারে জানান, আপাতত পরিকল্পনা নেই, তবে আগামী ২ বছরের মধ্যে করতে পারেন। উল্লেখ্য অঙ্কুশ হাজরা দীর্ঘদিন ধরে অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হল ঐন্দ্রিলা।

বন্ধ করুন