আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নববর্ষের ঠিক মুখেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটি। এবার পরমব্রত চট্টোপাধ্যায় আনন্দ করের ভোল বদলে হয়েছেন মৃত্যুঞ্জয় কর। সঙ্গে থাকছেন কৌশানি মুখোপাধ্যায়। এবার জানা গেল এই ছবিতে বিশেষ চমক নিয়ে থাকবেন অঙ্কুশ হাজরাও। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? একটি বিশেষ অর্থাৎ ক্যামিও চরিত্রে সৃজিতের এই ছবিতে ধরা দেবেন অঙ্কুশ।
কিলবিল সোসাইটিতে অঙ্কুশ হাজরা
অঙ্কুশ হাজরার বৃহস্পতি যে তুঙ্গে সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে আসছে তাঁর নিজের প্রযোজিত এবং অভিনীত নারী চরিত্র বেজায় জটিল। এছাড়া রক্তবীজ ২ তো আছেই। সেখানে গোবিন্দ, তথা খলনায়ক হয়ে ধরা দেবেন তিনি। এবার জানা গেল এসভিএফ প্রযোজিত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটি ছবিতেও তিনি থাকছেন, তবে ক্যামিও চরিত্রে। জানা গিয়েছে একটি গানে কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁকে দেখা যাবে। ফলে এই ছবিতে তাঁরা প্রেম না করলেও স্ক্রিন ভাগ করেছেন যে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে রক্তবীজ ২ ছবিতে কিন্তু তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে।
কিলবিল সোসাইটির ছবির অন্যান্য ক্যামিও
না, কেবল অঙ্কুশ হাজরা নন। কিলবিল সোসাইটিতে থাকবে একাধিক ক্যামিও। সেই বিশেষ চরিত্রগুলোতে অঙ্গনা রায়, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য রয়েছে। দেখা যাবে সত্যি বলে সত্যি কিছু নেই খ্যাত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। থাকবেন সোমক ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালে মুক্তি পাওয়া হেমলক সোসাইটি অর্থাৎ সোসাইটির প্রথম অধ্যায়েও ছিল একাধিক ক্যামিও, সেখানে বরুণ চন্দ, সৌমিত্র চট্টোপাধ্যায়, সোহাগ সেন, ব্রাত্য বসু, শিলাজিৎ মজুমদার, জিৎ, রাজ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, সব্যসাচী চক্রবর্তীকে দেখা গিয়েছিল।


আরও পড়ুন: ৬০০ কোটির থেকে নামমাত্র দূর ছাবা! গতি শ্লথ হলেও বক্স অফিসে ৪১ দিনে কত আয় করল ভিকির ছবি?
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন।