অঙ্কুশ হাজরা এদিন একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁর সঙ্গে ঐন্দ্রিলা সেনকেও দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তিনি জানান প্রেমিকার হাতে কতটা 'অত্যাচারিত' হতে হয় তাঁকে। কী জানালেন বাংলা ছবির মির্জা?
আরও পড়ুন: বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে দশরথ নয়, কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের?
আরও পড়ুন: কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন! ইশানের হট ফটোশ্যুট দেখে কী বলছে নেটপাড়া?
ঐন্দ্রিলাকে নিয়ে কী পোস্ট করলেন অঙ্কুশ?
অঙ্কুশ এদিন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে অভিনেতাকে খাটের মাঝে বসে থাকতে দেখা যাচ্ছে। তবে পরনে কালো টিশার্ট এবং কালো প্যান্ট। অন্যদিকে ঐন্দ্রিলা নীল সাদা ফ্লোরাল প্রিন্টের একটি নাইট স্যুট পরে আছেন। তাঁর হাতে একটি বাটি ধরা। সেটা থেকেই প্রেমিককে কিছু একটা খাইয়ে দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
এই ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই Guinea Pig হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় কেমন লাগল? আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি।’ যদিও শেষে তিনি লেখেন, 'না, jokes apart ইনি রান্নাটি অসাধারণ করেন।'
তাঁদের এই খুনসুটি দেখে মজা পেয়েছেন তাঁদের অনুরাগীরা। মিমি বন্ধুর পোস্টে মন্তব্য করে লেখেন, 'বাবলাকে দেখ!' প্রসঙ্গত বাবলা হল অঙ্কুশ ঐন্দ্রিলার পোষ্য। তাকেও এই ছবিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছবিতে থাকছে কোন চমক?
অঙ্কুশ - ঐন্দ্রিলার কাজ
প্রসঙ্গত অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনকেই শেষবার মির্জা ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে মোটের উপর ভালো সাড়া পেয়েছে ছবিটি। এটা অঙ্কুশ এবং ঐন্দ্রিলার জুটির দ্বিতীয় ছবি, এর আগে তাঁদের একত্রে লাভ ম্যারেজ ছবিতে দেখা গিয়েছিল।