বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra: 'আর ভালো লাগছে না...' মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার! ১ মাস পর ক্ষোভ উগরে কী লিখলেন অঙ্কুশ?

Ankush Hazra: 'আর ভালো লাগছে না...' মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার! ১ মাস পর ক্ষোভ উগরে কী লিখলেন অঙ্কুশ?

ক্ষোভ উগরে কী লিখলেন অঙ্কুশ?

Ankush Hazra: আরজি করের নির্যাতিতার কেসের ৯ সেপ্টেম্বর শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর এদিন পরবর্তী শুনানির তারিখ দিয়ে কোর্টের তরফে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে কাজে যোগ দেওয়ার আদেশ দেওয়া হতেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

আরজি করের নির্যাতিতার কেসের ৯ সেপ্টেম্বর শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর এদিন পরবর্তী শুনানির তারিখ দিয়ে কোর্টের তরফে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির অবসান ঘটিয়ে কাজে যোগ দেওয়ার আদেশ দেওয়া হতেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: 'হাসপাতালটা বাপের নাকি করছ অবহেলা...' জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে প্যারোডি TMC -র, শেয়ার করেও ডিলিট করলেন দেবাংশু

আরও পড়ুন: পুজোর আগে রবিবরারে শপিং নয়! ৫১ টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী

কী লিখলেন অঙ্কুশ হাজরা?

অঙ্কুশ হাজরা এদিন নিজের ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সেই পোস্টে লেখেন, 'আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জীবন নিয়ে গর্ব বোধ করেন না ঘৃণা বোধ করব বুঝতে পারছি না।'

আরও পড়ুন: 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দেওয়ার বদলে বরং...'

তিনি এদিন আরও লেখেন, 'মেয়েটির বাবা মা বলেছেন ওঁরা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি ভেঙে যেন চুরমাচুর না হয়ে যায়।'

কী ঘটেছে?

৯ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে আগামী সপ্তাহে পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফেরার বিধান দিয়েছেন। আর এই দুই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন ক্ষোভ।

আরও পড়ুন: কেবল কলকাতা নয়, ২৫ দেশের ১৩০ শহরের হাজার হাজার মানুষ পথে নামছেন RG Kar এর বিচার চেয়ে!

আরও পড়ুন: স্ত্রী ২ -র দাপটে ফিকে পাঠান!রবিবার শাহরুখের ছবিকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তকমা পেল শ্রদ্ধার হরর - কমেডি

কে কী লিখেছেন?

অনেকেই অঙ্কুশের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সারমর্ম কি দাঁড়াল? সিসিটিভিতে টেকনিকাল গ্লিচ। সিবিআইয়ের কাছে মাত্র ২৭ মিনিটের ফুটেজ এসেছে। চালান ছাড়াই ময়নাতদন্ত নাকি হয়ে গেছে! ২৭ তারিখে পুলিশের উপর নবান্ন অভিযানের আঘাতে, কপিল বাবুর মনে হয়েছে বাংলায় কনস্টিটিউশন ভেঙে পড়েছে আর পুরো প্রতিবাদটাই হিংস্র। সিবিআই AIIMs -এর রিপোর্টের অপেক্ষায় থাকছে। পাশের টয়লেট (বেসিন) ও চেস্ট ওয়ার্ডের দেওয়ালের পুনর্নির্মানের ফলে সেখানে নতুন টাইলস বসে গেছে। কোনও তথ্যপ্রমান পাওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টের মধ্যে চেঁচিয়ে তর্ক করা যায় না, ওটা সিনেমায় সানি দেওলকেই মানায়। কাল বিকেল ৫ টার মধ্যে জুনিয়ার ডাক্তাররা কাজে ফিরলে সরকার disciplinary অ্যাকশন নেবে না। না ফিরলে নিতে পারে, তার দায় ডাক্তারদের।' আরেকজন লেখেন, 'নাটক করছেন কেন? আপনি তো ওঁকেই সমর্থন করেন।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.