টেলিপাড়ার চর্চিত জুটি সুকান্ত কুণ্ডু ও অনন্যা গুহ। ২০-র গণ্ডি ছুঁতে না ছুঁতেই প্রেমিক সুকান্তর সঙ্গে বাগদান সারছেন অনন্যা। আগামী মাসেই শুভকাজটা সেরে ফেলবেন জুটি। সেই নিয়ে ব্যস্ততা তুঙ্গে। তবে এনগেজমেন্টের প্রস্তুতির মাঝেই বড় ফাঁড়া কাটল সুকান্তর। আরও পড়ুন-পাহাড়ে বিবাহ প্রস্তাব, ফেব্রুয়ারির এই দিনেই শুভ কাজ! বিয়ে না এনগেজমেন্ট সুকান্ত-অনন্যার? সামনে এল কার্ড
সোমবার রাতে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে সুকান্তর গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। ড্রাইভিং সিটে ছিলেন সুকান্ত। গাড়ি ভেঙে চুরমার। তবে অক্ষত রেহাই পান এই সমাজমাধ্যম প্রভাবী। বাড়ির কাছেই ঘটে দুর্ঘটনা। কীভাবে ঘটল এই ঘটনা?
ফেসবুক ভিডিয়োয় সুকান্ত জানিয়েছেন, বন্ধু-অভিনেতা সায়কের মা-কে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। তাঁকে বাড়ি ছেড়ে স্থানীয় পেট্রোল পাম্পে তেল ভরাতে যাচ্ছিলেন। সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন সুকান্ত। সিগন্যাল খোলা মাত্র একটি ট্রাক ধাক্কা মারে তাঁকে। ঘটনার আকস্মিকতার হতচকিত তিনি। স্থানীয়দের তৎপরতায় ওই ঘাতক গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়। সুকান্ত বলেন, ‘আমি হর্ন মারছি, দেখছি আমাকে গাড়িটা পুরো চেপে দিল। পেট্রোল পাম্পের লোকেরা অনেক সাহায্য করেছে। আমি ঠিক আছি, তবে অনেক কিছু ঘটে যেতে পারত।’
তিনি বলেন, ‘একটা ক্লেম নেওয়া হয়েছে, তবে গাড়িটার পিছনে যা খরচ তার অর্ধেকও পাইনি ট্রাক ড্রাইভার। কিন্তু ড্রাইভারের পক্ষে তো ওতো টাকা দেওয়াও সম্ভব নয়। আমার আর ঝামেলা করতে ভালো লাগছি না’।
সুকান্তর অ্যক্সিডেন্টের খবর পর শ্যুটিং থেকে রাত একটার সময় ছুটে আসেন অনন্যা। এসে পৌঁছান সায়ক। সুকান্তের গাড়ির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গেছে। অনন্যা বলেন, ‘দেখো আমি থাকলে কিন্তু এমনটা হয় না তোমার সঙ্গে। তুমি একা থাকলে যা খুশি করো। তোমার দোষ না থাকলেও ট্রাক ড্রাইভারটাকে তোমার দেখা উচিত ছিল’।
ফেব্রুয়ারি মাসে বাগদান সারবেন অনন্যা-সুকান্ত। তারিখ এখনও প্রকাশ্যে আনেননি জুটি। তবে ডিসেম্বরেই পাহাড়ে আংটি বদল সেরে ফেলেছেন তাঁরা। ২ পরিবারই শিলমোহর দিয়েছে অনন্যা-সুকান্তের প্রেমে। এর আগে এনগেজমেন্টের ঘোষণা করে ডিসেম্বর মাসে নায়িকা জানান, ‘এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না! ’
অনন্যা তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে। এখনও অনন্যাকে অনেকেই তাই চেনে মুন্নি নামে। এরপর তাঁকে মিঠাই ধারাবাহিকে পিঙ্কিজি-র চরিত্রে দেখা যায়। নজরে আসেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’। মাঝে নার্ভ সিরিজেও কাজ করেন। আপাতত মিত্তির বাড়ি ধারাবাহিকে রয়েছেন তিনি।