কাপুর পরিবারের বন্ডিং বরাবরই চর্চার বিষয়। নিউ ইয়ার হোক বা ক্রিমসাম, বা দিওয়ালি, হামেশাই দেখা যায় একসঙ্গে পালন করেন সকলে। তবে এবার কাপুরদের আরও কাছ থেকে জানার সুযোগ করে দিল নেটফ্লিক্স। তাদের নতুন শো, ডাইনিং উইথ দ্য কাপুর'স-এর ঘোষণা হল সোমবার ৩ ফেব্রুয়ারি। যদিও আপাতত একটি পোস্টারই এসেছে সামনে।
নেটফ্লিক্স ইন্ডিয়া এই প্রকল্পটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘প্রাচীনতম এবং সবচেয়ে বড় বলিউড পরিবারের সঙ্গে খাবার টেবিলে। দেখুন কাপুরদের মনখোলা গল্প, অবিরাম গসিপ এবং অবিশ্বাস্য জীবনকাহিনী। ডাইনিং উইথ দ্য কাপুর'স শীঘ্রই আসছে, শুধুমাত্র নেটফ্লিক্সে।’
আরও পড়ুন: ছিল ১ মেয়ে, ৫০ বছরে এসে দত্তক আদিকে! কোন স্কুলে পড়াশোনা করে জোজোর ছেলে? খরচ কত
একটি পোস্টার তৈরি করা হয়েছে, যেখানে রণধীর কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুরদের ছবি ব্যবহার করা হয়েছে। আর যাদের ছবি নেই, কাপুর বংশের সমস্ত সদস্য, এমনকী তাদের স্বামী-স্ত্রীদেরও এই পোস্টে ট্যাগ করা হয়েছে। এদিকে না আলিয়া ভাটের ছবি আছে, নাকি ট্যাগ করা হয়েছে রাহার মাকে। যা নিয়ে বেশ গোলমাল সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই পোস্ট-
আরও পড়ুন: রোম্যান্সে বুঁদ ইব্রাহিম, ৫০০ কোটির হিরে চুরি সইফের! বাবা-ছেলেকে নিয়ে চমক দিল Netflix
পোস্টারে রণধীর কাপুর ও তাঁর ২ মেয়ে করিনা কাপুর ও কারিশ্মা কাপুর, রিমা জৈন ও তাঁর পুত্র আদর জৈন ও আরমান জৈন এবং নীতু কাপুর ও তাঁর সন্তান রিদ্ধিমা কাপুর সাহনি ও রণবীর কাপুরকে দেখা গিয়েছে। এই শোয়ের মূল ফোকাস রাজ কাপুরের বংশ।
আরও পড়ুন: সারেগামাপা-র ফাইনালে ওঠার লড়াই, মুখোমুখি অতনু-আরাত্রিকা-অনিকরা! কাকে এগিয়ে রাখছেন দর্শকরা
ক্যাপশনে কুণাল কাপুর, জাহান কাপুর, নাতাশা নন্দা, নভ্যা নাভেলি নন্দা, অগস্ত্য নন্দা, নীলা কাপুর, যতীন পৃথ্বীরাজ কাপুর এবং শায়রা কাপুরের কথাও উল্লেখ করা হয়েছে। ক্যাপশনে করিনার স্বামী সাইফ আলি খান, আরমানের স্ত্রী আনিসা জৈন এবং রিদ্ধিমার স্বামী ভরত সাহানিরদেরও উল্লেখ আছে। তবে রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটের নামখানাই মিসিং। ব্যাপারটা মোটেও ভালোভাবে নিচ্ছে না আলিয়ার ভক্তরা।
মন্তব্য পড়ল, ‘কেন বাদ আলিয়া। অসহ্য।’ আরেকজন লেখেন, ‘এটা যদি প্রচারের গিমিক হয় ঠিক আছে! নয়তো আলিয়াকে বাদ দিলে দেখব না’। অপরজন লেখেন, ‘আমরা আলিয়াকে চাই, ডলপুতুল রাহাকেও।’ ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের ৬ নভেম্বর তাঁরা তাঁদের প্রথম সন্তান, কন্যা রাহা কাপুরকে স্বাগত জানান।