প্রবীণ চলচ্চিত্র অভিনেতা অন্নু কাপুর আবারও শাহরুখ খানের চক দে নির্মাতাদের দিকে তুললেন অভিযোগের আঙুল! অভিনেতা বললেন যে, চলচ্চিত্র নির্মাতারা ইচ্ছাকৃতভাবে প্রধান চরিত্রটি একজন মুসলমান হিসেবে দেখিয়েছে।
কাপুর ২০০৭ সালের হিট চক দে-র দিকে ইঙ্গিত করেছিলেন! অন্নু কাপুর জানান যে, শাহরুখ খানের চরিত্র 'কবির খান' মূলত কোচ মীররঞ্জন নেগির জীবনের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু ছবিতে তা বদলে যায় কবীর খানে।
যা বললেন অন্নু কাপুর
‘চক দে ইন্ডিয়ার প্রধান চরিত্র বিখ্যাত কোচ নেগি সাহেবের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কিন্তু সিনেমায় তাঁরা একজন মুসলমানকে ভালো হিসেবে দেখাতে চেয়েছিল, এবং পণ্ডিতদেরকে নিয়ে তামাশা করতে চেয়ছিল। এটা পুরনো ঘটনা, যেখানে তারা গঙ্গা-যমুনি তেহজিবের (হিন্দু-মুসলিম ঐক্য) ধারণাকে ব্যবহার করে এর গায়ে একটি লেবেল লাগিয়ে দেয়।’, বললেন অন্নু। ‘সাত খুন মাফ’ সিনেমায় সহ-অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া মূলধারার নায়ক না হওয়ায় তাকে পর্দায় চুমু খেতে চাননি বলে দাবি করার একদিন পরেই এই বিবৃতি এল। তাঁর আগের করা মন্তব্য নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল।
'মান্ডি', 'উৎসব', 'মিস্টার ইন্ডিয়া', 'ঘায়েল', 'হাম', 'এতরাজ', 'সাত খুন মাফ'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন অন্নু কাপুর।
চক দে ইন্ডিয়া সম্পর্কে:
চাক দে ইন্ডিয়া ২০০৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল। শাহরুখ খানের চরিত্র কবির খানকে মুখ্য চরিত্র নিয়ে নির্মিত এই বলিউড স্পোর্টস ড্রামা ছিল সুপার ডুপার হিট। ছবিতে কবীর, (শাহরুখ অভিনীত) প্রাক্তন ভারতীয় পুরুষ হকি খেলোয়াড়ের চরিত্রে ছিলেন। যিনি মহিলা হকি প্লেয়ারদের টিমকে কোচিং করেছিলেন, এবং ভারতে আসে মহিলা হকি বিশ্বকাপের ট্রফি।