বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক কঙ্কনা রানাওয়াতের। এবার প্রবীণ অভিনেতা অন্নু কাপুরের সঙ্গে বচসায় জড়ালেন বলিউডের 'কুইন'। কঙ্কনাকে চিনতে অস্বীকার করায় এবার অন্নু কাপুরকে 'হিংসুটে' বলে আখ্যা দিলেন অভিনেত্রী।
কঙ্কনাকে উদ্দেশ্য করে কী বলেছিলেন অন্নু?
অভিনেতার পরবর্তী সিনেমা 'হামারে বারাহ’-র প্রচার করতে গিয়ে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন অন্নু। ওই সাংবাদিক বৈঠকে অভিনেতাকে যখন প্রশ্ন করা হয়, ‘কঙ্কনাকে চড় মারার প্রসঙ্গে আপনি কি বলতে চান?’ তখন অভিনেতা বলেন, ‘কে কঙ্গনা? আমাকে কেউ প্লিজ বলুন উনি কে? আপনি যখন ওঁর কথা জিজ্ঞাসা করছেন তাহলে নিশ্চয়ই উনি একজন নামী অভিনেত্রী হবেন। খুব সুন্দরী কী?’
(আরো পড়ুন: কেন হার্টের অসুখের রোগীদের বড় সংখ্যক ভারতবাসী? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য)
অভিনেতার এই প্রশ্নে মিডিয়ার এক ব্যক্তি বলেন, ‘কঙ্গনা মান্ডির নবনির্বাচিত সংসদ।’ এই কথার উত্তরে অভিনেতা বলেন, ‘উনি ওটাও হয়ে গিয়েছেন? তাহলে তো উনি বেশ ক্ষমতাশালী। এক তো উনি সুন্দরী, তাই ওঁর উপর আমার হিংসা হচ্ছে, কারণ আমাকে দেখতে একেবারেই ভালো নয়। তার ওপর উনি আবার ক্ষমতাশালী। তবে আপনি বলছেন, কোনও অফিসার ওঁকে থাপ্পড় মেরেছেন। তাহলে তো এই ঘটনা নিয়ে আইনের দ্বারস্থ হওয়া উচিত।’
অন্নুর এই মন্তব্যে কী বললেন কঙ্কনা?
সংবাদমাধ্যমের সামনে অন্নুর এই মন্তব্যের ক্লিপিংটি শেয়ার করে কঙ্কনা লিখেছেন, ‘আপনিও কী অন্নুজির সঙ্গে একমত? আপনিও কী সুন্দরী মহিলাদের ঘৃণা করেন? যদি তিনি সুন্দরী এবং সফল হন তাহলে কী আরও বেশি ঘৃণা করেন তাঁকে? এটা কী সত্যি হয়?’
(আরো পড়ুন: ‘প্রাণের ভয় নেই’— ট্রেনের কাপলারেই উঠে পড়ছে মানুষ! বিহারের যাত্রীদের ট্রেন চড়ার হিড়িক ভাইরাল)
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে চন্ডিগড় বিমানবন্দরে অভিনেতা তথা রাজনীতিবিদ কঙ্কনা রানাওয়াতকে চড় মারেন এক কনস্টেবল। এই ঘটনায় কুলবিন্দর কৌর নামে ওই কনস্টেবলকে সিআইএসএফ থেকে বহিষ্কার করা হয়, পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এই ঘটনায় অভিনেত্রীর পক্ষে কথা বলতে দেখা যায়নি বলিউডের কাউকে। তবে পরবর্তী সময়ে করন জোহর, শাবানা আজমির মতো ব্যক্তিত্বরা অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা করেন, যাদের সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নয় অভিনেত্রীর।