সম্প্রতি একটি কন্ডোমের বিজ্ঞাপন দেখে চোখ রীতিমতো চোখ কপালে উঠেছে নেচ-নাগরিকদের। বিজ্ঞাপনটিতে কাজ করেছেন অভিনেতা অন্নু কাপুর। প্রবীণ অভিনেতার ডিউরেক্স ইন্ডিয়ার বিজ্ঞাপনি নিয়েচর্চা সর্বত্র। কোনো ধরনের যৌন উত্তেজক দৃশ্য নয়, বরং দেখা গেল সিরিয়াস মুখে একজন ‘সত্যিকারের বন্ধু’র মতো করে, জীবনে কন্ডোমের ভূমিকা সম্পর্কে সচেতনতা দিচ্ছেন তিনি।
'সত্যিকারের বন্ধুত্ব' নিয়ে নতুন বিজ্ঞাপনে চমক অন্নু কাপুরের ভিডিওতে
অন্নুকে বলতে দেখা যায়, ‘সত্যিকারের বন্ধু সে-ই, যে যে-কোনো পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়ায়। সে আপনার জীবনে এমনভাবে ফিট করে, যেন আপনার দেহেরই একটি অংশ। তার সঙ্গ আপনার সুখ বহুগুণ বাড়িয়ে দেয়। সে সর্বদা বর্মের মতো আপনাকে রক্ষা করে। ডিউরেক্স ক্লোজ ফিট কনডম, তোমার সত্যিকারের বন্ধু’।
আরও পড়ুন: আদৌ কি স্ত্রী ৩ আসছে? ছবি সাফল্য পেতেই মুখ খুললেন শ্রদ্ধা, ‘এবারে রাজকুমার…’
ডিউরেক্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘নোলান: ০, অন্নু কাপুর: ১…’
আরও পড়ুন: বিষ্ণোই গ্য়াং-এর গুলি থেকে বাঁচতে মরিয়া সলমন, ২ কোটি দিয়ে কিনলেন বুলেটপ্রুফ SUV
অন্নু কাপুরের কন্ডোমের বিজ্ঞাপনে নেটিজেনদের প্রতিক্রিয়া
নিমেষে ভাইরাল হয় বিজ্ঞাপনটি। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘ভাই আমাকে কেউ আরেকবার বুঝিয়ে দিক এটা কন্ডোমের বিজ্ঞাপন…’। দ্বিতীয়জন লিখলেন, ‘হাসব না কাঁদব!’ তৃতীয়জন লিখলেন, ‘রাজশ্রী পান মশলা কোণে বসে কাঁদছে।’ তৃতীয়জন লেখেন, ‘কে বানিয়েছে এটা’! চতুর্থজন লেখেন, ‘ক্যান্সার সচেতনাতার বিজ্ঞাপন বানাতে গিয়ে, কেউ যখন কন্ডোমের বিজ্ঞাপন বানিয়ে ফেলে…’। আরেকজন লিখলেন, ‘এত সিরিয়াস তো আমি বাবার জন্মে হইনি।’
আরও পড়ুন: টেকেনি ১৯ বছরের বিয়ে, অর্জুনের সঙ্গে প্রেম অতীত! মনের ক্ষত সারাচ্ছেন মালাইকা?
অন্নু কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'দ্য সিগনেচার' ছবিতে। ছবিতে অনুপম খের, মহিমা চৌধুরী, রণবীর শোরে, নীনা কুলকার্নি প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি জি ফাইভে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ।
কদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন অন্নু, যখন তিনি মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘কে কঙ্গনা? উনি কি সুন্দরী?’ এরপর অন্ন কাপুরের সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপ নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি অন্নু কাপুরজির সঙ্গে সহমত পোষণ করেন যে, আমরা সফল মহিলাদের ঘৃণা করি?’ এই ঘটনা ঘটেছিল, কঙ্গনাকে বিমানবন্দরে চড় মারার পরপরই, তিনি বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার পর।