‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন ঊর্মি-সাত্যকি। তাই ধারাবাহিক শেষ হয়ে গেলেও মনে ভালোবাসার রেশ রয়েই গিয়েছে তাঁদের নিয়ে সকলের মনে। যদিও সাত্যকি ওরফে ঋত্বিককে বর্তমানে দেখা যাচ্ছে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে। তবে ঊর্মি-সাত্যকিকে নিয়ে ক্রেজ আলাদাই।
বৃহস্পতিবার ‘মন একে একে দুই’ গানে একটি রিল ভিডিয়ো শেযার করেন ঋত্বিক। আর ক্যাপশনে লেখেন, ‘Eta tor jonno @subratabarishwala’। আর এই পোস্টেই কমেন্ট করলেন অন্বেষা হাজরা। লিখলেন, ‘ভাই আমার প্রেমে পড়েছে’। জবাবে ঋত্বিক লিখলেন, ‘লিরিক্সের প্রেমে #barishwala’। আরও পড়ুন: বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি, শোভনের ‘প্রাক্তন’ কটাক্ষে ‘জঘন্য’ বললেন স্বস্তিকা?
তবে টলিপাড়ার খবর কিন্তু বলছে অন্য কিছু। ঋত্বিক নাকি প্রেমে পড়েছেন অনস্ক্রিন বৌদির। পরদার সোমরাজ নাকি প্রেম করছেন দোয়েল ওরফে শ্রীতমার সঙ্গে। তবে এই নিয়ে প্রশ্ন এলে খানিক এড়িয়েই যান সংবাদমাধ্যমকে। সাফ জানিয়ে দেন, ‘আমরা খুব ভালো বন্ধু। আর আমি ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই কথা বলতে চাই না।’ তারও আগে খবর ছিল পূজা কয়ালের সঙ্গে প্রেম ছিল ঋত্বিকের। আরও পড়ুন: অগস্ত্য-সুহানার প্রেমে ঘি! শাহরুখের মেয়ের বিজ্ঞাপনে মন্তব্য হবু শাশুড়ি শ্বেতার
‘মন দিতে চাই’ ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও অরুণিমা হালদার। জি বাংলায় রাত সাড়ে দশটার স্লটে আসছে এই মেগা। তবে টিআরপি সেভাবে বাড়াতে পারেনি। চলতি সপ্তাহে যেমন নম্বর ছিল ৩.৩।

ঋত্বিকের পোস্টে অন্বেষার কমেন্ট।
এদিকে খবর রয়েছে অন্বেষা ছোট পরদা নয়, জলদিই ফিরবেন বড় পরদায়। তাঁকে দেখা যাবে মৈনাক ভৌমিকের চিনি ২ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্র না হলেও অভিনেত্রী জানিয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তাঁর। সঙ্গে জানান, ছোটপর্দার একটা প্রজেক্ট নিয়েও কথাবার্তা চলছে। তবে ফাইনাল কিছু হয়নি।
২০১৮ সালে কাজললতা সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করেছিলেন অন্বেষা। এরপর তাঁকে দেখা যায় জয় কালী কলকাত্তাওয়ালিতে। কাজ করেন আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, চুনি পান্না-র মতো মেগায়। তবে সবচেয়ে জনপ্রিয়তা এনে দেয় জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)