বাংলা নিউজ > বায়োস্কোপ > Annwesha Hazra: ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় অন্বেষা, শুরু হচ্ছে উর্মির নতুন পথচলা

Annwesha Hazra: ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় অন্বেষা, শুরু হচ্ছে উর্মির নতুন পথচলা

ছোটপর্দার উর্মির শুরু হচ্ছে নতুন পথচলা

Annwesha Hazra: ছোটপর্দার উর্মি এবার বড়পর্দায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পর অন্বেষা হাজরাকে এবার বড়পর্দায় দেখা যেতে চলেছে। চিনি ২ ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন।

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হলেন অন্বেষা হাজরা। একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে এতদিন তাঁকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল উর্মি। আপাতত এই নামেই তিনি দর্শকদের কাছে পরিচিত। সকলে তাঁকে সেই নামেই চেনেন। কিন্তু এবার ছোটপর্দা নয়, অভিনেত্রী তাঁর ডেবিউ সারতে চলেছেন বড়পর্দায়। এসভিএফের ব্যানারে তিনি তাঁর এই ডেবিউ সারবেন।

মৈনাক ভৌমিক চিনি ছবির সিক্যুয়েল আনছেন। এসভিএফের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। সেখানেই দেখা যাবে উর্মি ওরফে অন্বেষাকে। অভিনেত্রী নিজেই রবিবার তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানান। চিনি ২ ছবির পোস্টার শেয়ার করে তিনি ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন।

অভিনয় তো বটেই, সঙ্গে চুলবুলি স্বভাবের কারণে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন অন্বেষা। তাঁকে এখনও পর্যন্ত বৃদ্ধাশ্রম, চুনি পান্না এবং এই পথ যদি না শেষ হয় এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। আর এই ধারাবাহিকগুলোর দৌলতে তিনি বাংলার দর্শকদের মনে একটি পার্মানেন্ট জায়গা করে নিয়েছেন। এবার সেটার উপর ভিত্তি করে তিনি তাঁর এই নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন।

চিনি ২ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্যকে। তাহলে অন্বেষাকে কোন ভূমিকায় দেখা যাবে? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'চিনি তো চিনি, মানে মধুমিতা। তবে আমিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। আমি জানি আমার কাছে এই প্রশ্নগুলো আসবে। কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষুনি আমার চরিত্রটা কী সেটা সঠিক ভাবে জানাতে না করেছে। তবে এটুকু বলতে পারি যে, এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ।' তবে চিনি মানে যতই মধুমিতা হন না কেন, তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন অন্বেষার? এই প্রসঙ্গে তিনি বলেন যে তাঁরা একসঙ্গে স্ক্রিন ভাগ করেনিন তবে তাঁদের গ্রিনরুমে দেখা হতো। কথা হতো। তাঁর কথা অনুযায়ী, 'ভীষণ ভালো মেয়ে।'

মৈনাক ভৌমিকের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'অবশ্যই সিনেমার কাজ বেশ ভাল লাগছে। টিমটাও খুব ভালো। মৈনাকদা ভীষণ ভাল। আমি মনে করি মৈনাকদার সঙ্গে সবার অন্তত একবার কাজ করা উচিত। কারণ উনি এত ভালো একজন পরিচালক।'

অন্বেষা জানিয়েছেন এতদিন ছোটপর্দায় তাঁকে যেমন ছটফটে চরিত্রে দেখা গিয়েছে এখানে তেমন দেখা যাবে না। অন্যদিকে আগে মৈনাক ভৌমিক নিজেই ছবির প্রসঙ্গে বলেছিলেন, 'অপরাজিতা আঢ্যের অসুখী দাম্পত্য জীবন ধরা পড়বে এখানে। তার জেরেই তিনি সংসার ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে। এখানেই, অর্থাৎ তাঁর বাবার বাড়িতে একটি মেয়ে মেসভাড়া থাকেন। আর সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। এই দুই নারীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে। তারপর কোন দিকে, কীভাবে তাঁদের জীবন, সম্পর্ক এগোতে থাকে সেটাই দেখা যাবে এই ছবিতে।'

কোন মুক্তি পাবে এই ছবিটি? সেটা এখনও জানা যায়নি বলেই জানান অভিনেত্রী অন্বেষা।

বায়োস্কোপ খবর

Latest News

দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.