বাংলা নিউজ > বায়োস্কোপ > Arindam Sil: 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক অভিনেত্রী

Arindam Sil: 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক অভিনেত্রী

অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী

অভিযোগ, চিত্রনাট্য পড়ার সময়ই তাঁর চুলে হাত বোলাচ্ছিলেন অরিন্দিম শীল। ক্রমশ সেই হাত শরীরের নিচের দিকে যাচ্ছিল। এখানেই শেষ নয়, পরিচালক যে কাউচে বসেন, সেখানে অভিনেত্রীকে তাঁর পাশে বসার জন্য বলেছিলেন তিনি।

ফের টলিপাড়ায় যৌন হেনস্থার অভিযোগ, এক্ষেত্রেও অভিযুক্ত সেই পরিচালক অরিন্দম শীল। দিন কয়েক আগেই অরিন্দম শীলের বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এক অভিনেত্রী। যার জেরে ইতিমধ্যেই অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। তবে সেই ঘটনার রেশ কাটার আগেই ফের অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হলেও আরও এক অভিনেত্রী।

ঘটনাটি ২০২৭ সালে, এরপর ২০২০ সালেই এবিষয়ে মুখ খুলেছিলেন অভিযোগকারিণী অভিনেত্রী। আর এবার বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিনেত্রীর সাফ কথা, প্রয়োজন পড়লে তিনি পুলিশের কাছেও যেতে প্রস্তুত। 

অভিযোগ ঠিক কী?

অভিযোগকারিণী অভিনেত্রীর দাবি, স্ক্রিপ্ট রিডিং-এর জন্য গিয়েছিলেন। সেখানেই নাকি তাঁকে  আচমকা জাপটে ধরেন অরিন্দম শীল। তাতে তিনি অস্বস্তিতে পড়ে যান। কারণ, অভিনেত্রীর অভিযোগ, অরিন্দমের স্পর্শে স্নেহ নয়, ছিল লালসা। অভিযোগ, চিত্রনাট্য পড়ার সময়ই তাঁর চুলে হাত বোলাচ্ছিলেন অরিন্দিম শীল। ক্রমশ সেই হাত শরীরের নিচের দিকে যাচ্ছিল। এখানেই শেষ নয়, পরিচালক যে কাউচে বসেন, সেখানে অভিনেত্রীকে তাঁর পাশে বসার জন্য বলেছিলেন তিনি।

কিন্তু এখন প্রশ্ন এতদিন পর কেন মহিলা কমিশনের দ্বারস্থ হলেন তিনি? 

এবিষয়ে অভিনেত্রীর দাবি, সেসময় তাঁর ডিভোর্সের মামলা চলছিল। তাঁর সন্তানও তখন ছোট, তাঁকে একা হাতেই বড় করতে হচ্ছিল। আর তাই চুপই ছিলেন তিনি। তবে অভিনেত্রী তাঁর মাকে সবটা জানিয়েছিলেন বলে জানান, এছাড়া কাকে বিশ্বাস করে কথাগুলি বলা যায়, সেবিষয়েও সন্দেহ ছিল তাঁর। কারণ, পাছে উল্টে তাঁর কাজে ক্ষতি হয়, তাই চুপই ছিলেন তিনি। অভিনেত্রীর আরও দাবি, ২০২০-তে তিনি যখন বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তখন পরিচালক নাকি তাঁকে পাল্টা বলেছিলেন, তিনি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। অভিনেত্রীর কথায়,  ‘এখন দেখলাম, একজন অভিনেত্রী পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাই আমারও মনে হয়েছে এবার প্রতিবাদ করা উচিত। এবিষয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি আইনি বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাইছেন। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হতে হবেন।’

কিন্তু এই অভিযোগের পর কী বলছেন অরিন্দম শীল?

অভিযুক্ত পরিচালকের কথায়, ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে তাঁর এবং তাঁর স্ত্রী দুজনেরই কথা হয়েছে। পরিচালকের দাবি, ওই অভিনেত্রী নাকি তাঁকে মেসেজে লিখেছেন, ‘আপনি আমার পথপ্রদর্শক হোন’। তাই এখন এবিষয়ে তিনি আইনজীবীর পরামর্শ মতোই চলবেন বলে জানিয়েছেন অরিন্দম শীল। যদিও পরিচালককে মেসেজ পাঠানোর বিষয়ে অভিনেত্রীর দাবি, তিনি সেসময় ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ, তাঁকে ইন্ডাস্ট্রিতে টিকতে হবে। তাই তিনি পরিচালকের কাছ থেকে যাতে কাজের ক্ষেত্রে সাহায্য় পান, তাই ওই মেসেজ করেছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

কলকাতাগামী বিমানে রক্তবমি-শ্বাসকষ্ট শ্রমিকের, বাঁচালেন সহযাত্রী তিন চিকিৎসক! 'কোনও প্রমাণই গণধর্ষণের ইঙ্গিত করেনি'- RG কর মামলার চার্জশিটে কী কী জানাল CBI? গোপনে চুল খেতেন মহিলা, ১৬ বছর পরে পেট থেকে বের হল ২ কেজির বল পুজোর সেরা কে ছাতিম নাকি শিউলি? ধুন্ধুমার যুদ্ধে কাশফুলকে আবহন লাফটারসেনের বরুণের সঙ্গে অনেকক্ষণ কথা গম্ভীরের!৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্ম হল’ ২৫ বছরের ছোট সুরহাকে বিয়ে এক বছরও হয়নি! তৃতীয়বার ছাদনাতলায় আরবাজ? কী বললেন নায়ক 'টেক্কা' দেবেন কে? দেব-রুক্মিণী, সৃজিত-স্বস্তিকাকে দেখতে উপচে পড়ল ভিড় আঁতে ঘা লাগতেই জ্বলে উঠলেন মাসুদ, গত এক দশকে দ্রুততম টেস্ট শতরানে টপকালেন বাবরকে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে, ধুলোয় মুখের বেহাল দশা? দারুচিনি দিয়ে ফিরিয়ে আনুন জেল্লা কোথায় বসবে এসি? বিদ্যুৎ বিভ্রাট, বিল কমাতে কমিটি গঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.